এগোচ্ছে ঘূর্ণিঝড় মহা। যা উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামী কয়েক ঘন্টার মধ্যেই লাক্ষাদ্বীপ অতিক্রম করতে পারে। আর আগামী ১২ ঘন্টায় তা পূর্ব মধ্য আরব সাগরে উপস্থিত হবে। এরপর তা পশ্চিম উত্তর পশ্চিমপথে অগ্রসর হবে।
বেসরকারি আবহাওয়া সংস্থা স্কাইমেটের দেওয়া পূর্বাভাস অনুযায়ী, লাক্ষাদ্বীপের ওপর থাকার সময়েই মহা অতিপ্রবল ঘূর্ণিঝড়ের রূপ নেবে। বৃষ্টির সতর্কবার্তা দিতে গিয়ে জানানো হয়েছে ইতি মধ্যেই লাক্ষাদ্বীপের আমিনি দিভিতে রেকর্ড ৩০১ মিলিমি বৃষ্টি হয়েছে। মিনিকয়ে হয়েছে ১১৯ মিলিমি। দ্বীপপুঞ্জে লাল সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে, বৃহস্পতিবার ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে লাক্ষাদ্বীপে। এছাড়াও কর্নাটক এবং কেরল উপকূলের প্রবল বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও তামিলনাড়ু এবং রায়ালসীমায় ভারী বৃষ্টিপাত হতে পারে বলেও জানানো হয়েছে। শুক্রবার উপকূলের দিক থেকে এই ঘূর্ণিঝড় দূরে সরে যাবে। পাশাপাশি বৃষ্টিপাতের পরিমাণও কমবে দেশের দক্ষিণ অংশে। এইসব ঘূর্ণিঝড়ের প্রভাবেই শীতল বাতাস ভারতের পশ্চিমাংশ দিয়ে প্রবেশ করতে পারছে না।