চলতি সপ্তাহে পেশ হল কেন্দ্রীয় সরকারের বাজেট। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এদিন বাজেট পেশ করলেন। কেন্দ্রীয় সরকারের বাজেটে প্রকাশ্যে এলো একাধিক চমক। এর মধ্যে একটি ছিল আয়করে মুক্তি ও ছাড় বৃদ্ধির ঘোষণা।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এদিন বলেন যে, নয়া বাজেটে আয়করে ছাড়ের সীমা বাড়ানো হয়েছে। আগে যেখানে এই সীমা ৫ লক্ষ ছিল, তা বর্তমানে ৭ লক্ষ হয়ে গেছে। একইসঙ্গে ঘোষণা করা হয়েছে বার্ষিক আয় ৯ লক্ষ টাকা হলে আয়করে ছাড়ের পরিমাণও। এই ঘোষণা অনুযায়ী, প্রদত্ত আয়কররের পরিমাণ আগের তুলনায় ২৫ শতাংশ কমিয়ে দেওয়া হয়েছে।
চলুন দেখে নেওয়া যাক সেই তালিকা-
● বার্ষিক আয় ০-৩ লক্ষ টাকা হলে আয়কর দিতে হবে না।
● বার্ষিক আয় ৩-৬ লক্ষ টাকা হলে আয়করের পরিমাণ ৫% হবে।
● বার্ষিক আয় ৬-৯ লক্ষ টাকা হলে আয়করের পরিমাণ ১০% হবে।
● বার্ষিক আয় ৯-১২ লক্ষ টাকা হলে আয়করের পরিমাণ ১৫% হবে।
● বার্ষিক আয় ১২-১৫ লক্ষ টাকা হলে আয়করের পরিমাণ ২০% হবে।
● বার্ষিক আয় ১৫ লক্ষ টাকার অধিক হলে আয়করের পরিমাণ ৩০% হবে।