দ্য ওয়াল ব্যুরো: আইআরসিটিসির তেজস এক্সপ্রেস প্রথম মাসেই ৭০ লাখ টাকা লাভ করেছে। এই একমাসে টিকিট বিক্রি করে আয় হয়েছে ৩.৭০ কোটি টাকা। আইআরসিটিসি সূত্র দাবি করে এক সর্বভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, প্রথম মাসের লাভ হয়েছে প্রায় ৭০ লাখ টাকা। আর তাতে দেশে বেসরকারি ট্রেন চালানো লাভজনক হবে বলেই মনে করা হচ্ছে।
রেল মোট ১৫০টি রুটে প্রাথমিক ভাবে বেসরকারি উদ্যোগে ট্রেন চালাতে চায়। সেই উদ্যোগেরই প্রথম ট্রেন তেজস এক্সপ্রেস। লখনউ থেকে দিল্লিগামী এই ট্রেনটি চালাচ্ছে আইআরসিটিসি। অক্টোবরের ৫ তারিখ যাত্রা শুরু করে তেজস। জানা গিয়েছে, ট্রেনের সব টিকিট বিক্রি না হলেও গড়ে ৮০-৮৫ শতাংশ আসনে যাত্রী ছিল প্রতিদিন।
সপ্তাহে ছ’দিন চালানো হচ্ছে তেজস এক্সপ্রেস। ৫ অক্টোবর থেকে ২৮ অক্টোবরের মধ্যে মোট ২১ দিন চলেছে ট্রেন। আর তাতে খরচ হয়েছে মোটামুটি ৩ কোটি টাকা। হিসেব বলছে, প্রতিদিন ট্রেন চালাতে আইআরসিটিসির খরচ হয়েছে ১৪ লাখ টাকা। অন্য দিকে, টিকিট বিক্রি করে আয় হয়েছে ১৭.৫০ লাখ টাকা। এই ট্রেনে উন্নতমানের খাবার যেমন দেওয়া হচ্ছে তেমনই যাত্রীদের বিমা করা হ্চ্ছে ২৫ লাখ টাকা পর্যন্ত। এছাড়াও ট্রেন লেট করলে যাত্রীদের ফাইন বাবদ টাকাও দেওয়া হচ্ছে। সেই সব হিসেব ধরা হয়েছে ট্রেন চালানোর খরচের মধ্যেই।
আইআরসিটিসির দাবি, প্রথম দিকে খরচ একটু বেশি হচ্ছে। ধীরে ধীরে সেটা কমে যাবে। অন্য দিকে, যাত্রী সংখ্যাও দিনে দিনে বাড়বে। সব মিলিয়ে বেসরকারি উদ্যোগে ট্রেন চালানোর শুরুর অভিজ্ঞতা যথেষ্টই ভালো বলে মনে করছে আইআরসিটিসি।