দিল্লির চাঁদবাগ এলাকার নালা থেকে উদ্ধার আইবি কনস্টেবলের ক্ষতবিক্ষত লাশ, সিএএ নিয়ে বিক্ষোভের জেরে পিটিয়ে হত্যার অভিযোগ

বুধবার বিকেলে দিল্লির চাঁদবাগ ব্রিজের কাছে একটি নালা থেকে এক গোয়েন্দা বিভাগের (আইবি) কনস্টেবলের মরদেহ খুঁজে পাওয়ার পর চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। নিহত আইবি কনস্টেবল অঙ্কিত শর্মার বাস খজুরি এলাকায়। মঙ্গলবার সন্ধ্যায় অফিস ডিউটি ​​থেকে বাড়ি ফিরছিলেন তিনি। এই সময় কিছু লোক চাঁদবাগ এলাকা ঘিরে ফেলেছিল বলে অভিযোগ । এই সময় কিছু দুর্বৃত্তরা তাঁকে নৃশংসভাবে মারধর করে এবং পরে তিনি মৃত হলে লাশটি নালায় ফেলে দেয়। অঙ্কিত মঙ্গলবার রাতে বাড়ি না ফিরলে আশঙ্কিত হন তাঁর পরিবার। মঙ্গলবার সন্ধ্যে থেকেই পরিবার তাঁর হদিশলাভের জন্য সমস্ত রকম চেষ্টা করছিলেন ।

অঙ্কিতের বাবা রবীন্দ্র শর্মাও আইবিতে হেড কনস্টেবল। মারপিটের পাশাপাশি অঙ্কিতকে গুলিও করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। পুলিশ লাশ নিয়ে পোস্টমর্টেমের জন্য জিটিবি হাসপাতালে প্রেরণ করেছে ।

নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) বিরুদ্ধে প্রতিবাদের নামে অশান্তির জেরে মঙ্গলবার পরপর দ্বিতীয় দিনে উত্তর পূর্ব দিল্লির জাফরাবাদ ও মৌজপুরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুর্বৃত্তরা সোমবার কয়েকটি বাড়ি, দোকান ও বেশ কয়েকটি গাড়ি এমনকি পেট্রোল পাম্পও জ্বালিয়ে দেয়। পুলিশকে লক্ষ্য করে পাথর ও গুলিও ছোঁড়া হয় ।

এই সহিংস বিক্ষোভ চলাকালীন সময়ে গোকুলপুরী এলাকায় হেড কনস্টেবল রতন লাল নিহত হন, শাহদারার ডিসিপি অমিত শর্মা আহত হয়েছিলেন। পুলিশ জানিয়েছে, হেড কনস্টেবল সহকারী জেলা প্রশাসক অফিসের সাথে সংযুক্ত ছিল। একই সঙ্গে, ডিসিপি শর্মা তার হাত ও মাথায় আঘাত পেয়েছিলেন, তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার সকালে ডিসিপির অবস্থার উন্নতি হয়। প্রসঙ্গত, মৃত হাবিলদার রতনলাল (৪২) পরিবারে উপার্জনক্ষম একমাত্র ব্যক্তি। তিনি স্ত্রী ও তিন সন্তানের সাথে বুরারিতে থাকতেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.