ভারতে করোনা ভাইরাস সংক্রমণের নতুন ভরকেন্দ্র হয়ে উঠেছে দিল্লির নিজামউদ্দিনের তাবলিঘি জামাতের ধর্মসভা। সেখান থেকেই করোনা সংক্রমণের সংখ্যা বাড়ছে। ইতিমধ্যেই আরও এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে তাবলিঘি জামাতের সঙ্গে পাকিস্তানের নিষিদ্ধ জঙ্গি সংগঠনের যোগাযোগ রয়েছে। Ad
জঙ্গি যোগ
পাকিস্তানের নিিষদ্ধ জঙ্গি সংগঠন হরকত-উল-মুজাহিদিনের সঙ্গে যোগ রয়েছে তাবলিঘি জামাতের। ১৯৯৯ সালে কান্দাহার বিমান অপহরণ কাণ্ডে জড়িত ছিল এই জঙ্গি সংগঠন। ১৯৮৫ সালে এটি পাকিস্তানে তৈরি হয়। প্রথমে এই জঙ্গি সংগঠনের নাম ছিল হরকত-উল-জিহাদ-অল-ইসলামি(হুজি)। গোয়েন্দারা জানতে পেরেছেন পাকিস্তানে এই হরকত উল মুজাহিদিনের শিবিরে প্রশিক্ষণ নিয়েছে প্রায় ৬০০০ তাবলিঘি। ৯/১১ এক হামলাকারীকে দিল্লির নিজামউদ্দিনে তাবলিঘি জামাতের হেডকোয়ার্টারে দীর্ঘদিন আশ্রয় দেওয়া হয়েছিল বলেও জানতে পেরেছেন গোয়েন্দারা।
তাবলিঘি জামাতের মাধ্যমে জঙ্গি নিয়োগ
গোয়েন্দারা জানতে পেরেছেন একাধিক জায়গায় সন্ত্রাস চালানোর জন্য তাবলিঘি জামাতের মৌলবিদের জঙ্গি বাছাইয়ের কাজে ব্যবহার করা হত। জঙ্গি বাছাইয়ের পর তাঁদের মৌলবি পরিচয় দিয়ে ভিসার ব্যবস্থা করে দিত এই তাবলিঘি জামাত। তারপরে তাদের বিদেশে নিয়ে গিয়ে জঙ্গি প্রশিক্ষণ দেওয়ানো হত। রাশিয়ার চেচেনিয়া, সোমালিয়া সহ একাধিক দেশে এখনও এই মৌলবির পরিচয়ে জঙ্গি পাঠানো হয়।
করোনা ছড়াচ্ছে
তাবলিঘি জামাতের এই ধর্মসভায় বিদেশ থেকে লোকেরা এসেছিলেন এই তথ্য গোপন করা হয়েছে বলে অভিযোগ। যার কারণে গোটা দেশে একাধিক ব্যক্তির মধ্যে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। এই ধর্মসভায় যোগ দেওয়ার পরেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে গোটা দেশে।