জম্মু-কাশ্মীর থেকে এক চাঞ্চল্যকর খবর এসেছে যা নিরাপত্তার দিক থেকে বিপদজনক। অবৈধ ভাবে দু’লক্ষেরও বেশি বন্দুকের লাইসেন্সে ছাড়পত্র দেওয়া হয়েছে, অধিকাংশ ক্ষেত্রেই সেই সব লাইসেন্স পেয়েছেন ভুয়ো নামধারী ব্যক্তিরা এবং এই কারবারে যুক্ত থাকার অভিযোগ জম্মু-কাশ্মীরের আইএএস আধিকারিক শাহিদ ইকবাল চৌধরী।
খবরে প্রকাশ, মূলত ২০১২ সালের পর থেকেই এই ধরনের ঘটনা ঘটতে শুরু করেছে জম্মু-কাশ্মীরে। ইকবালের বাড়ি ছাড়াও জম্মু-কাশ্মীরের আরও ২২টি জায়গায় শনিবার সকালে তল্লাশি চালান সিবিআই আধিকারিকেরা।
ইকবাল বর্তমানে জম্মু-কাশ্মীরের আদিবাসী বিষয়ক দফতরের সচিব পদে নিযুক্ত, এছাড়াও জম্মু-কাশ্মীরের ‘মিশন ইউথ’-এর সিইও পদেও রয়েছেন তিনি। তাঁর বিরুদ্ধে অভিযোগ, কাঠুয়া, রিয়াসি, রাজৌরি, উধমপুর জেলায় ডেপুটি কমিশনার পদে থাকাকালীন হাজার হাজার ভুয়ো নামধারী ব্যক্তিকে বন্দুকের লাইসেন্স দিয়েছিলেন তিনি। শুধু জম্মু-কাশ্মীরেই নয়, বাইরের রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলেও পৌঁছে গিয়েছে ওই কারবারের জাল।