অঙ্কের প্রশ্নপত্রকে ঘিরে বিতর্কে সূত্রপাত হল কালনার সমুদ্রগড় উচ্চ বিদ্যালয়ে। জানা গিয়েছে, সেই স্কুলের পার্শ্বশিক্ষক বংশীলাল বাগ পঞ্চম শ্রেণির পরীক্ষায় অঙ্কের প্রশ্নপত্রে একটি প্রশ্নে জিজ্ঞাসা করেছিলেন, ”একজন পার্শ্বশিক্ষক তাঁর তিন মাসের আয় দিয়ে দু’ মাসের সংসার চালান। তাঁর মাসিক আয় ১২ হাজার টাকা হলে ওঁকে সংসার চালাতে বছরে কত টাকা ধার করতে হয়? ”
এরপরই অঙ্কের পরীক্ষায় এই প্রশ্নকে ঘিরে ব্যাপক শোরগোল শুরু হয় স্কুলে। এই বিতর্ককে কেন্দ্র করে রাজনৈতিক মহলের একাংশের দাবি, বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধি যেহারে হয়েছে এবং পার্শ্বশিক্ষকদের দুরবস্থা যা চলছে এই রাজ্যে, সেই নিয়েই ওই শিক্ষক পরীক্ষার প্রশ্নের মাধ্যমে নিজের প্রতিবাদ জানিয়েছেন। ওদিকে ওই শিক্ষক এটিকে প্রতিবাদ বলতে নারাজ। তিনি জানিয়েছেন যে, গোটা বিষয়টি তিনি জনগণের উপর ছেড়ে দিতে চান।
এদিকে স্কুলের প্রধান শিক্ষক এখনও এ ব্যাপারে মুখ খোলেনি। তবে ওই স্কুলের অন্যান্য পার্শ্ব শিক্ষকদের একাংশ তাদের কম বেতনকে ঘিরে ওই শিক্ষকের পাশে এসে দাঁড়িয়েছেন। ইতিমধ্যেই, এই ঘটনাটি ঘিরে ব্যাপক শোরগোল শুরু হয়েছে।
2022-07-10