ভোট চলছে সুদূর আমেরিকায়। মুখোমুখি ট্রাম্প-বাইডেন। হাড্ডাহাড্ডি লড়াইয়ের খবর আসছে মার্কিন মুলুক থেকে। আর সেই ভোটের জন্য প্রার্থনা চলছে ভারতের এক প্রত্যন্ত গ্রামে।
চেন্নাই থেকে ৩৫০ কিলোমিটার দূরে এক ছোট্ট গ্রাম। তিরুভারুর জেলার পাইনগানাডু। আর সেখানেই একসময় বাস করত মার্কিন ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী কমলা হ্যারিসের পরিবার। গ্রামের বিভিন্ন জায়গায় পড়েছে পোস্টার। তাতে রয়েছে কমলা হ্যারিসের ছবি।
আমেরিকার ভোট গণনার দিন অর্থাৎ বুধবার সকালেই মন্দিরের সামনে জড় হয়েছেন মানুষজন। কমলার জয় প্রার্থনা করে পুজো দিচ্ছেন তাঁরা। কিন্তু, মার্কিন মুলুকে একন টানটান উত্তেজনা। একবার এগোচ্ছেন ট্রাম্প ও অন্য আসনে এগিয়ে বাইডেন।
পাইনগানাডু গ্রামে ভোটের আগের দিনই কমলা হ্যারিসের নামে পুজো হয়েছে।
এক গ্রামবাসী বলেন, ‘কমলা এই গ্রামে মেয়ে, তাই আমরা আজ গর্বিত। ওর ঠাকুরদা এখানেই থাকতেন। এখন সেই বাড়িতে আর কেউ নেই। বহু বছর আগেই ওরা চলে গিয়েছে।’
যদিও এখন অনেকেই ওই পরিবারের কাউকে আর চেনেন না, তবে মন্দিরের দানের জায়গায় খোদাই করা আছে কমলার নাম। ৫০০০ টাকা দান করা হয়েছিল তাঁর নামে।
১৯১১ সালে এই গ্রামে জন্মেছিলেন পিভি গোপালন। পরে ভারতের ডিপ্লোম্যাটিক সার্ভিসে যোগ দেন তিনি। এরপর গ্রাম ছেড়ে চেন্নাই চলে যান। তবে এই গ্রামের সঙ্গে একনও তাঁদের যোগ রয়ে গিয়েছে শ্রী ধর্মসংস্থা মন্দিরের জন্য। কারণ এটা তাঁদের পারিবারিক মন্দির। আর সেখানে প্রত্যেক বছরেই ডোনেশন পাঠান তাঁরা।
এদিন আমেরিকায় উত্তেজনার পারদ বাড়ছে চড়চড় করে। এখনও অনেকগুলো স্টেটের ফলাফল আসতে বাকি। তা সত্বেও আগেভাগেই জয় ঘোষণা করে দিয়েছেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজেই দাবি করেছেন যে তিনি নাকি জিতেই গিয়েছেন।
ট্রাম্প বাইডেনের মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। তার মধ্যে হোয়াইট হাউসে দাঁড়িয়ে সমর্থকদের এমনটাই বললেন ট্রাম্প।
এপি-র রিপোর্ট অনুযায়ী, প্রাথমিক ট্রেন্ডের এগিয়ে জো বাইডেন। ২২৫ টি আসনে এগিয়ে আছেন তিনি আর ২১৩ টিতে এগিয়ে আছেন ট্রাম্প।
তবে একই সঙ্গে ট্রাম্প ভোটে কারচুপির অভিযোগ জানিয়েছেন তিনি।
ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন ডেলোয়ারের উইল মিংটোন চেজ সেন্টারে ভাষণ দিয়েছেন। সেই ভাষণে বাইডেন জানিয়েছেন,” আমরা জয়ের পথে রয়েছে বলে আমরা বিশ্বাস করি।”সব ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত তিনি ধৈর্য ধরতে বলেছেন। তবে জয়ের ব্যাপারে তিনি আশাবাদী বলে জানিয়েছেন।