আচমকা বিস্ফোরণের শব্দ লোহার গুদাম ঘর থেকে। ঘটনাস্থলেই জখম হন চারজন শ্রমিক। বর্তমানে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে হাওড়া হাসপাতালে। জানা গিয়েছে, দু’জনের অবস্থা আশঙ্কাজনক। ঠিক কি কারণে এই বিস্ফোরণ ঘটল, তা নিয়ে পুলিশ তদন্ত শুরু করে দিয়েছে বলে জানা গেছে। সূত্রের খবর, সোমবার চারজন শ্রমিক বেলুড়ের অগ্রসেন স্ট্রিটের একটি গুদামঘরে কাজ করছিলেন। জানা যায়, সেটি লোহার গুদাম ছিল।পুলিশ জানিয়েছে, শ্রমিকেরা লোহা কাটাইয়ের কাজ করত। সেই সময় কোন এক ধাতব বস্তুর ওপর সজোরে আঘাত আনতে গিয়ে সেটি ফেটে যায় বলে খবর। বিস্ফোরণের তীব্রতা এত বেশি ছিল, তার ফলে দু’জন শ্রমিক গুরুতরভাবে জখম হন। জানা গিয়েছে, মারাত্মকভাবে চোট পেয়েছে তাদের মুখ, হাত ও পা। বিকট আওয়াজ শুনতে পেয়ে আশেপাশের বাসিন্দারা ছুটে চলে আসেন ঘটনাস্থলে। এরপর ওই চারজনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাওড়া হাসপাতালে।জানা গেছে, গুরুতর জখম হওয়া দু’জনকে নিয়ে যাওয়া হয়েছে একটি বেসরকারি হাসপাতালে। তাদের মধ্যে একজন মহিলাও রয়েছেন বলে জানা গেছে। প্রাথমিক তদন্ত করে পুলিশ জানিয়েছে, লোহার মধ্যে কোন রকমের ছোট গ্যাস সিলিন্ডার ছিল। আচমকা, হাতুড়ির বারিতে সেটি কোন ভাবে ফেটে যায়। আবার কৌটো বোমার মতন কিছু ছিল কিনা, সেই নিয়েও প্রশ্ন উঠেছে। তবে বিস্ফোরণ ঠিক কিভাবে কেন হল, সেটি এখনই পুলিশ জানাতে পারছে না।
2022-04-06