প্রজাতন্ত্র দিবসের প্যারেডের আগে দিল্লি এনআরসির সব জায়গায় একাধিক মোস্ট ওয়ান্টেড জঙ্গীদের ছবি প্রকাশ করল দিল্লি পুলিশ | বিগত সপ্তাহেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের থেকে পাঠানো ডিজিদের চিঠিতে বলা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপর প্রাণঘাতী হামলার সম্ভাবনা রয়েছে প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে | আর তা শুধু মাটিতে নয় |
আকাশ পথেও হতে পারে এই হামলা | এর পিছনে থাকতে পারে আল কায়দা, ইন্ডিয়ান মুজাহিদিনের কর্ণাটক মডিউল ও খালিস্তানি জঙ্গী| চিঠিতে উল্লেখ সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্য হুমকি ছাড়াও বেনামী চিঠি দিয়ে প্রাণ সংশয়েক কথা বলা হচ্ছে বেশ কিছুদিন ধরে | ইন্ডিয়ান মুজাহিদিনের কর্ণাটক মডিউল যে অতি সক্রিয় তা নিয়ে কয়েকদিন আগেই খবর করেছিল রাইজিং বেঙ্গল |
বাংলাদেশি জঙ্গী সংগঠনকে চাঙ্গা করে এদেশের মাটিতে নাশকতার পরিকল্পনা করছে ওই সংগঠন | দিল্লি পুলিশ এবার সেই মডিউলের চার জঙ্গীর নাম ও ছবি প্রকাশ করে সাঁটিয়ে দিল রাজপথে | তাদের সম্বন্ধে কোন তথ্য থাকলে তা দিতে বলা হল পুলিশ কন্ট্রোল রুমে | সেই জঙ্গীদের মধ্যে একজন রয়েছে কলকাতার বাসিন্দা |
আনির রেজা খান সহ আর তিনজন হল শাবান্দারি মহম্মদ কবাল,রাহিত শেখ রিয়াজ ভাটকল |এদের মধ্যে দুজন কর্ণাটক ও একজন মুম্বইয়ের বাসিন্দা বলে পুলিশ সূত্রে খবর | এরা ছাড়াও সাতজন আলকায়দার জঙ্গী ও পাঁচ জন খালিস্তানী জঙ্গীর নাম প্রকাশ করেছে দিল্লি পুলিশ |
আরো পড়ুন :পাকিস্তান থেকে আগত পাঁচ মাস আগে ভারতের নাগরিকত্ব পাওয়া মেয়ে এবার সরপঞ্চ হওয়ার দৌড়ে
যাদের সম্পর্কে তথ্য জানতে চাইছেন তারা | প্রজাতন্ত্র দিবস চলাকালীন সিএএ নিয়ে প্রতিবাদ চলায় বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে এইবার | তাকে কেন্দ্র করে যাতে অশান্তি না বাড়ে সেদিকে নজর রয়েছে প্রশাসনের | বিদেশের অতিথিদের সুরক্ষার পাশাপাশি দেশের মুখ রক্ষাও এখন বাড়তি চ্যালেঞ্জ দিল্লি পুলিশ ও প্রশাসনের কাছে এবারের প্রজাতন্ত্র দিবসে |