কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) শারীরিক অবস্থা নিয়ে সোশ্যাল মিডিয়ায় যে কুৎসা ছড়ানো হয়েছে, তা নিয়ে সরব হলেন বিজেপির বর্ষীয়ান নেতা রবীন্দ্র কিশোর সিনহা (Rabindra Kishore Sinha)। অমিত শাহর সুস্বাস্থ্য কামনা করে রাজ্যসভার প্রাক্তন সাংসদ রবীন্দ্র কিশোর সিনহা জানিয়েছেন, “আপনার মতন স্বরাষ্ট্রমন্ত্রী আগে কখনও আসেনি এবং আগামী দিনে আসবে বলে মনে হয় না। এই বিষয়টি নিয়ে সরব হয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগত প্রকাশ নাড্ডাও (Jagat Prakash Nadda)। শুক্রবার সোশ্যাল মিডিয়ায় একটি খবর ভাইরাল হয়ে পড়ে। যেখানে দাবি করা হয় অমিত শাহর গলার পেছনের দিকে হাড়ে ক্যান্সার হয়েছে। রমজান মাসে তার সুস্বাস্থ্যের জন্য যাতে মুসলমানরা দোয়া করে সেই দাবিও ওই খবরে করা হয়। এরপর এই শনিবার নিজের টুইট বার্তায় অমিত শাহ স্পষ্ট জানিয়ে দেন যে তিনি সুস্থ রয়েছেন এবং তার কোনও অসুখ করেনি। তার স্বাস্থ্যের খবর নেওয়ার জন্য শুভাকাঙ্ক্ষী ও সমর্থকদের টুইট করে ধন্যবাদ জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
বিষয়টি নিয়ে নিজের টুইট বার্তায় বর্ষীয়ান বিজেপি নেতা রবীন্দ্র কিশোর সিনহা (Rabindra Kishore Sinha) লিখেছেন, ‘ এইসব কুৎসা নিয়ে আপনি চিন্তিত হবেন না।আমি নিজেও একাধিকবার এই কুৎসার শিকার হয়েছি। কিন্তু প্রতিবার আরো সবল হয়ে ফিরে এসেছি। গোটা বিশ্ব দেখছে আপনি দিন রাত কিভাবে দেশের জন্য পরিশ্রম করে চলেছেন। আপনার মতন স্বরাষ্ট্রমন্ত্রী আগে কখনও আসেনি আর আগামী দিনেও আসবে বলে মনে হয় না। ‘ বিজেপি সভাপতি জগত প্রকাশ নাড্ডা নিজের টুইট বার্তায় লিখেছেন, স্বরাষ্ট্রমন্ত্রীর স্বাস্থ্য নিয়ে যে অমানবিক টিপ্পনী করা হয়েছে, তা নিন্দনীয়। কারও শারীরিক অবস্থা নিয়ে কুৎসা ছড়ানো নিচ মানসিকতার পরিচয় বহন করে। এর চরম নিন্দা করছি। ভগবান তাদের সদবুদ্ধি দিক।’