দিল্লিতে নিজ বাসভবনেই গৃহবন্দী করে রাখা হয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টি (আপ)-র সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালকে। মঙ্গলবার সকালে টুইট করে এমনই দাবি করেছে কেজরিওয়াল দল আম আদমি পার্টি। টুইট লেখা হয়েছে, ‘সোমবার সিংঘু সীমান্তে কৃষকদের সঙ্গে দেখা করার পর থেকেই নিজ বাসভবনে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে বন্দী করে রেখেছে দিল্লি পুলিশ। কাউকে বাড়িতে ঢুকতে দেওয়া হচ্ছে না, বেরোতেও দেওয়া হচ্ছে না।’ প্রসঙ্গত, সোমবার সকালেই সিংঘু সীমান্তে গিয়ে আন্দোলনকারী কৃষকদের সঙ্গে দেখা করেছিলেন কেজরিওয়াল, কৃষকদের পাশে থাকার আশ্বাস দেন তিনি। একইসঙ্গে ক্ষোভ উগরে দিয়েছিলেন কেন্দ্রের বিরুদ্ধেও।
অরবিন্দ কেজরিওয়ালকে ‘গৃহবন্দী’ করে রাখার বিষয়ে এদিন সকালেই সাংবাদিক সম্মেলন করে আপ নেতা সৌরভ ভরদ্বাজ জানিয়েছেন, ‘সোমবার সিংঘু সীমায় কৃষকদের সঙ্গে দেখা করেছিলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছিলেন আমরা কৃষকদের সেবাদারের মতো সেবা করব এবং সমর্থন করব। তিনি বাড়িতে ফিরে আসার পর থেকেই, স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশেই দিল্লি পুলিশ সমস্ত দিক থেকে তাঁর বাসভবন ব্যারিকেড করে ঘিরে ফেলেছে, একেবারে গৃহবন্দী করে রাখার মতো পরিস্থিতি।’ সৌরভ ভরদ্বাজ আরও বলেছেন, ‘মুখ্যমন্ত্রীর বাসভবনে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। মুখ্যমন্ত্রীকেও বাইরে বেরোতে দেওয়া হচ্ছে না। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাওয়া বিধায়কদের মারধর করা হয়েছে, কর্মীদেরও ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না।
2020-12-08