সভাপতি নির্বাচন নিয়ে তুমুল ডামাডোল চলছে কংগ্রেসে। কে লড়বেন আর কে লড়বেন না তা নিয়ে মারকাটারি পরিস্থিতি। শেষমেশ বর্ষীয়ান কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে এবং শশী থারুর সভাপতি নির্বাচনে লড়বেন বলে জানা গেছে।
এই আবহে মল্লিকার্জুন খাড়গের একটি ভিডিও ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। সেই ভিডিওতে মল্লিকার্জুনকে বলতে শোনা যাচ্ছে, ‘মোদীজি যদি আরও বেশি ক্ষমতা পান তাহলে সনাতনিরা এ দেশে রাজ করবে’। ভিডিওটা কোন সময়ের তা জানা যায়নি।
২০১৪-এর পর থেকে কংগ্রেস নাকি সফট হিন্দুত্বের পথে হাঁটছে। এমনই বলেন রাজনৈতিক বোদ্ধারা। তবে হাত শিবিরকে বরাবরই হিন্দু বিদ্বেষী বলে দেগে দেয় বিজেপি। কিন্তু সভাপতি নির্বাচনের মুখে মল্লিকার্জুনের এই ভিডিও কংগ্রেসের অস্বস্তি নিঃসন্দেহে আরও বাড়াল।
অন্যদিকে, রাজ্যসভার বিরোধী দলনেতার পদ থেকে ইস্তফা দিয়েছেন কংগ্রেসের বর্ষীয়ান নেতা মল্লিকার্জুন খাড়গে। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, এদিন কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধীর কাছে ইস্তফা পত্র পাঠিয়েছেন বর্ষীয়ান নেতা। কংগ্রেসের সভাপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। তাই কংগ্রেসের ‘এক ব্যক্তি, এক পদ’ নীতি মেনেই এই পদক্ষেপ খাড়গের