কার্ফু জারি হল জম্মু-কাশ্মীরের ডোডা জেলার ভাদেরওয়াহ শহরে। বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় মসজিদের একটি ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। সেখানে হিন্দুদের বিরুদ্ধে রীতিমতো ঘৃণা উগরে দিতে দেখা যায় স্থানীয় মৌলানা মৌলবিদের। তারপরই সাম্প্রদায়িক সংঘর্ষের আশঙ্কায় কার্ফু জারি করে জম্মু-কাশ্মীর পুলিশ। এলাকায় টহল দিচ্ছে সেনা।
পুলিশ সূত্রে খবর, সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে দেখা যাচ্ছে মসজিদের সামনে বিপুল মানুষ জড়ো হয়েছেন। মসজিদ থেকে মাইকে বলা হচ্ছে, ‘হিন্দুরা গোমূত্রখোর। গোবরে স্নান করে। এই পৃথিবীতে হিন্দুদের বেঁচে থাকার কোনও অধিকার নেই’। এরপর গভীর রাত পর্যন্ত রাস্তায় প্রতিবাদ দেখায় স্থানীয় মুসলিমরা। পরিস্থিতি শেষ পর্যন্ত এতটাই ভয়ঙ্কর হয়ে ওঠে যে বিশাল পুলিশ বাহিনী পর্যন্ত নামানো হয়।
এরপরই গোটা এলাকায় কার্ফু জারি করা হয়। চেনাব উপত্যকা, কিশতবার এবং রামবনের একাধিক প্রান্তে বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও বর্তমানে সকলকে ঘরে থাকার জন্য অনুরোধ করা হয়েছে।
ডোডা জেলার ভাদেরওয়াহ শহরে একটি মন্দিরকে অপবিত্র করার অভিযোগ উঠেছে, সেখান থেকেই এই উত্তেজনার সূত্রপাত ৷ তার মধ্যেই এক ধর্মীয় নেতার বিরুদ্ধে উষ্কানিমূলক মন্তব্যের অভিযোগ উঠেছে ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তাই আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই কার্ফু জারির সিদ্ধান্ত পুলিশ-প্রশাসনের ৷