গোরক্ষকদের আস্ফালনে গোটা দেশ যখন তটস্থ, দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয়ে ক্রমশ নষ্ট হয়ে যাচ্ছে বলে যখন আশঙ্কা বাড়ছে, সেই সময়ে একটা ঘটনা ঘটলো, যা সম্প্রীতির নিদর্শন হয়ে থাকতে পারে। উত্তরপ্রদেশেরই অযোধ্যা জেলায় হিন্দু সম্প্রদায়ের কয়েক জন মিলে জমি দান করলেন মুসলিমদের, যাতে কবরস্থান বানানো হবে।
গোসাইগঞ্জ বিধানসভা এলাকার বেলারিখান গ্রামের ঘটনা। স্থানীয় বিজেপি বিধায়ক খাব্বু তিওয়ারি এই ব্যাপারে উদ্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর কথায়, ” হিন্দু মুসলিম ভাই ভাই, এই ট্র্যাডিশন অযোধ্যায় বরাবরের এবং আমি মনে করি, এখানে দুই সম্প্রদায়ের মৈত্রী চিরকাল বজায় থাকবে। ” সাংবাদিকদের তিনি বলেন, “হিন্দুদের দিক থেকে মুসলিম ভাইদের প্রতি ভালোবাসার এটা একটা ছোট্ট নজির।”
মোটামুটি মাঝারি আকারের এই জমিটি নিয়ে অনেক দিন ধরেই দুই সম্প্রদায়ের মধ্যে একটু মনোমালিন্য ছিল। জমিটি একটি কবরখানার লাগোয়া। জমিটি খাতায় কলমে হিন্দুদের হলেও অনেক সময়ে মুসলিমরা এখানে কবর দিয়েছেন। অশান্তি যাতে না বাড়ে তার জন্যই ২০ জুন স্থানীয় রামপ্রকাশ, বাবলু ও আরও সাত জন লেখাপড়া করে জমিটি সেখানকার কবরস্থান কমিটির হাতে তুলে দেন। জমির দলিল অনুসারে ওই জমির মালিক এখন সেই কবরস্থান কমিটিই।
গোসাইগঞ্জ জামা মসজিদের প্রধান ইমাম হাজি আব্দুল হক বলেন, দুই ধর্মের মানুষের পরস্পরের প্রতি ভালোবাসার একটা নজির হয়ে থাকবে এই জমি দান।