হিন্দুদের বিরুদ্ধে ঘৃণা উগড়ে দিলেন বাবাসাহেব আম্বেদকরের বংশধর রাজরত্ন আম্বেদকর। কয়েক হাজার হিন্দুকে বৌদ্ধ ধর্মে ধর্মান্তকরণ করেন তিনি। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিল্লির আম আদমি পার্টির নেতা রাজেন্দ্র পাল গৌতমও।
নতুন দিল্লীর ডঃ আম্বেদকর ভবনে বুদ্ধিস্ট সোসাইটি অফ ইন্ডিয়া একটি অনুষ্ঠানের আয়োজন করে। কয়েক হাজার হিন্দুকে বৌদ্ধ ধর্মে ধর্মান্তরিত করেন রাজরত্ন আম্বেদকর। তারপর ভাষণ দিতে গিয়ে হিন্দু ধর্মের প্রতি ঘৃণা উগরে দিয়ে বলেন, ‘হিন্দু ধর্ম নরকের সমান। এটা ত্যাগ করুন’।
রাজরত্ন তাঁর ভাষণে বলেন, ‘আপনারা হিন্দু ধর্মের নকল ৩৩ কোটি দেব-দেবীর পিছনে ছুটছেন। আর দেখুন ওরা আমাদের সোনার বুদ্ধ নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তাই নিজের বুদ্ধকে আপন করে নিন।’ তাঁর কথায়, ‛আজ মোদী বিদেশে যায় আর নিজেকে বুদ্ধের ভক্ত হিসেবে দেখায়। কিন্তু দেশে বৌদ্ধদের অবস্থা ভালো নয়। আমি বিশ্বের বিভিন্ন বৌদ্ধ দেশে গিয়ে তা তুলে ধরবো। আর তাতে সরকারের বদনাম হবে’।
তিনি জনতার উদ্দেশ্যে বলেন, ‘কেন আপনারা বৌদ্ধ ধর্ম গ্রহণ করতে ভয় পাচ্ছেন? অনেকে হয়তো ভাবছেন যে বৌদ্ধ ধর্ম গ্রহন করলে সংরক্ষণের সুযোগ-সুবিধা পাবেন না। কিন্তু আপনারা ভুল ভাবছেন। বৌদ্ধ ধর্ম গ্রহন করলে আপনারা সংখ্যালঘুর মর্যাদা পাবেন। আর ফলে সংখ্যালঘুদের জন্য বরাদ্দ সুযোগ সুবিধা পাবেন’।