হিন্দু সন্ত্রাসের কল্পিত প্রচারকে মিথ্যা প্রমাণ করার জন্য এবার আসছে তথ্যচিত্র ‘ভগবা আতঙ্ক ভ্রমজাল’ (গৈরিক সন্ত্রাস আসলে মিথ্যা)।
তথ্যচিত্রটির প্রযোজক রাজ চাওলা সাংবাদিকদের দেওয়া সাক্ষাৎকারে বলেন, কংগ্রেস প্রচারিত শব্দ ‘হিন্দু আতঙ্কবাদ’-এর সত্যতা মানুষের কাছে আনার জন্য এই তথ্যচিত্রটি নির্মিত হয়েছে। এর নির্মাণের জন্য মালেগাঁও বিস্ফোরণ, মক্কা মসজিদে বিস্ফোরণ এবং এ সংক্রান্ত মামলা প্রভৃতিকে ভিত্তি করে এই তথ্যচিত্রটি নির্মিত হয়েছে।
রাজ চাওলা আরও জানান, ব্যক্তিগত জীবনে সাংবাদিক হওয়ার কারণে তিনি উপরিউক্ত মামলাগুলো অনুসরণ করেছেন। কেন ও কীভাবে আদালত তাদের গৃহীত সিদ্ধান্তে এল, তাও জানার চেষ্টা করেছেন।
তিনি এও জানান যে তাঁরা কেউ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের সঙ্গে যুক্ত নন এবং তাঁরা কেউ এই কাজের জন্য সঙ্ঘের থেকে অনুদান গ্রহণ করেননি।
তথ্যচিত্রটি শীঘ্রই ইউটিউব সহ অন্যান্য ভিডিও স্ট্রীমিং মাধ্যমে মুক্তি পাবে।