দেশ অসহিষ্ণু হয়ে উঠেছে, মুসলিমরা আতঙ্কিত- এমন খবর প্রচুর শোনা যায়। কিন্তু শুধুমাত্র CAA-এর সমর্থনে ফেসবুকে কমেন্ট করায় বয়কট করা হলো এক গরিব হিন্দু চাওয়ালাকে। বয়কট করলো মুসলিম খদ্দেররা। ঘটনা কেরালার ওয়াচিরা শহরের।
জানা গিয়েছে, বয়কটের শিকার হওয়া ওই হিন্দু চা বিক্রেতার নাম পন্নি কৃষ্ণান। সে বিগত ২১ বছর ওয়াচিরা শহরের বিভিন্ন দোকানে চা বিক্রি করে আসছেন। তার খদ্দেরদের বেশিরভাগই মুসলিম সম্প্রদায়ের। তাঁর নিজস্ব কোনো স্থায়ী দোকান নেই। সাইকেলে করে চা বিক্রি করতেন তিনি। কিন্তু গত ৫ই জানুয়ারি, নাগরিকত্ব সংশোধনী আইনকে সমর্থন জানিয়ে ফেসবুকে পোস্ট করেন এবং বেশ কিছু কমেন্টও করেন। তারপরেই মুসলিম দোকানদাররা তাঁর কাছ থেকে চা নেওয়া বন্ধ করে দেন। ফলে সমস্যায় পড়েছেন তিনি। চা বিক্রি না হওয়ায় আর্থিক কষ্টের মুখে পড়েছেন পন্নী কৃষ্ণান।