এমনকি আমার নিজেরও নয় এবং আমার মনে হয় না যে যারা হিন্দিতে কথা বলে, তাদের আঞ্চলিক ভাষা “হিন্দি”। আমরা হিন্দিতে কথা বলি কারণ কারও সাথে যোগাযোগ করার জন্য এটি হল ভারতের একটি সাধারণ ভাষা। আমার আদিবাড়ি হল আওয়াধে এবং আমার মাতৃভাষা আওয়াধি এবং সেই সমস্ত অ-বাঙ্গালী যারা বাঙ্গালায় বাস করছেন তাদের সবার আঞ্চলিক ভাষাও কিন্তু হিন্দি নয়। কারও মৈথিলি, কারও আওয়াধী বা ব্রজ ভাষা, বুন্দেলি, বাঘেলি, মারোয়ারি, মেওয়ারী, ভোজপুরি, মাগাহী, অ্যাঙ্গিকা, দাদ্রি (নাগপুরী), থারু, ইত্যাদি ইত্যাদি।
রাজস্থানের লোকেরা যদিও মাড়োয়ারি, মেওয়ারি, ব্রজ ভাষা বলে থাকেন। তবে সেখানে যদি কোন বাঙ্গালী যান এবং তিনি যদি তাদের এই আঞ্চলিক ভাষা বুঝতে না পারেন তবে তারা হিন্দিতে কথা বলে থাকেন কারণ এটি পারস্পরিক কথোপকথনের ক্ষেত্রে একটি প্রচলিত ভাষা।
সেই সমস্ত “টার্মিট” যারা বলেন যে “হিন্দি আমার ভাষা নয়”, তাদের উদ্দেশ্য এটাই বলার যে আমরা যেদিন থেকে আপনার সাথে আমাদের আঞ্চলিক ভাষায় কথা বলতে শুরু করব আর আপনি সেই ভাষা বুঝতে পারলেন কি পারলেন না সে ব্যাপারে আমরা বিন্দুমাত্রও চিন্তিত হবো না এবং ভারতের অন্যান্য অঞ্চলে যারা বসবাস করছেন তারাও শুধুমাত্র তাদের আঞ্চলিক ভাষাতেই কথা বলবে, ঠিক সেইদিন আপনি বুঝতে পারবেন আমরা কতটা সহযোগিতা করতাম।
“রাম নবমী”-র সময় এইসব “উইপোকা”-রা বলেন যে এটা আমাদের উৎসব নয় তাই বাংলার মানুষের উচিৎ নয় এই উৎসব উদযাপন করা। আপনি কি কখনও দুর্গাপূজার সময় অবাঙালিদের এমন ধরনের কথা বলতে বা এইরকম কোনো কাজ করতে দেখেছেন??
এইরকম অনেক জায়গা আছে যেখানে তারা স্ব-ইচ্ছায় অংশগ্রহণ এবং সহায়তা করেন।
আমি “ইংরাজী” এবং “উর্দু”-র জন্য কখনো এইরকম কোনও প্রতিবাদ বা বিক্ষোভ দেখিনি, যেন এগুলো আমাদের আঞ্চলিক ভাষা। উর্দু হল উত্তরপ্রদেশের একটি আঞ্চলিক ভাষা এবং ইংরেজি তো এই দেশেরই অন্তর্গত নয় তবুও তাদের এটা নিয়ে কোনও সমস্যা নেই।
আপনি যদি বাংলাকে সম্মান করেন তবে বাংলার সেইসব আদিবাসী ভাষাগুলির জন্য লড়াই করুন যেগুলি এখনও স্বীকৃতি পায়নি এবং যেগুলোর প্রচারের জন্যও কোন উদ্যোগ নেওয়া হয়নি এখনো।
ও হ্যাঁ “হিন্দি আমারও ভাষা নয়”।
“HINDI IS NOT MY LANGUAGE”
Not even mine, and I don’t think so all those who speak in Hindi, there regional language is “Hindi”. We speak in Hindi just because it’s a common language in India to communicate with anyone. My hometown is in Awadh and my mother tongue is awadhi and and all those non – bengali’s who are living in bengal not all of there regional language is Hindi, someone’s can be Maithili,Awadhi, Braj Bhasha, Bundeli, Bagheli, Marwari,Mewari,Bhojpuri, Magahi,Angika,Dadri(Nagpuri),Tharu,etc.
People in Rajasthan, although speak Marwari, Mewari, Braj Bhasha but if a bengali will go there and he/she is not understanding there language then they will speak in hindi just because it’s a common language to communicate.
To all those “Termites” who support these “Hindi is not my language”, the day we will start speaking our regional language with you no matter you understand it or not and will force those who are living in other parts of India to speak regional language or leave, the day you will understand how corporative we were.
During “Ram Navmi” termites says that it is not our festival and wishes people not to celebrate in Bengal. Have you ever seen Non bengalis doing or saying this in Durga Puja ?? Even in many places they contribute, participate, help with there open heart.
I haven’t seen any protest and outrage for “English” and “Urdu” as if it is there regional language. Urdu is a regional language of Uttar Pradesh and English does not belongs to this Country but they don’t have any problem with that.
If you respect Bengal then fight for those tribal languages of Bengal which are still not recognised and no initiative is being taken to promote those languages.
And yes “Hindi Is Not My Language” too.
সন্দীপ মিশ্র (Sandeep Mishra)