করোনা পরিস্থিতির বাড়বাড়ন্ত, বাংলায় আসছে উচ্চপর্যায়ের কেন্দ্রীয় দল

তৈরি করা হয়েছে উচ্চপর্যায়ের কেন্দ্রীয় দল। দেশের মোট পাঁচটি রাজ্য এই কেন্দ্রীয় দল পরিদর্শন করবে। এর মধ্যে রয়েছে বাংলাও। শুক্রবার এই দল গঠন করে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। কেরল, কর্ণাটক, রাজস্থান, ছত্তিশগড় ও পশ্চিমবঙ্গে ঘুরবে কেন্দ্রীয় টিম।

স্বাস্থ্যমন্ত্রকের দাবি এই পাঁচটি রাজ্যে করোনা পরিস্থিতি ভয়াবহ রকমের আকার ধারণ করেছে। তাই পরিস্থিতি ঘুরে দেখবে কেন্দ্রীয় দল। এই পাঁচটি রাজ্যের রাজ্য সরকারের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হবে। কেন পরিস্থিতির নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না, সেই বিষয়ে খোঁজখবর নেওয়ার কথা রয়েছে তাঁদের। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে এক বিবৃতি প্রকাশ করে এই খবর জানানো হয়েছে।

প্রত্যেক টিমে জয়েন্ট সেক্রেটারি (সংশ্লিষ্ট রাজ্যের নোডাল অফিসার), একজন সরকারি চিকিৎসক থাকবেন। রাজ্যগুলি কীভাবে করোনা ভাইরাসের মোকাবিলা করছে, কি কি নির্দেশিকা জারি করা হয়েছে, সেসব খতিয়ে দেখা হবে বলে খবর। এছাড়াও এর বাইরে আর কোনও ভাবে রাজ্যগুলিকে চিকিৎসা সংক্রাম্ত সহায়তা দেওয়া যায় কীনা, তা দেখবে কেন্দ্রীয় দল।

তবে বাংলায় কেন্দ্রীয় দলের এই পরিদর্শনে আসার বিষয়টি ফের কেন্দ্র রাজ্য জটিলতা বাড়বে বলেই মনে করা হচ্ছে। কারণ চলতি বছরের এপ্রিল মাসেও বাংলায় করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে কেন্দ্রীয় টিম পাঠানো হয়েছিল। তা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিঠিতে মুখ্যমন্ত্রী নিজের ক্ষোভ প্রকাশ করেন। কেন্দ্রের এই পদক্ষেপ সাংবিধানিক রীতিনীতির পরিপন্থী বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর।

করোনা মোকাবিলায় চলা লকডাউন মানা হচ্ছে না রাজ্যের একাধিক এলাকায়, এমনই অভিযোগ জানিয়ে ছিল স্বরাষ্ট্রমন্ত্রক। এর আগেই বিষয়টি নিয়ে রাজ্যকে ক্ষোভ জানিয়ে চিঠি দেয় কেন্দ্র। এরপর রাজ্যে কেন্দ্রীয় দল পাঠানো নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ফোনে যখন রাজ্যে কেন্দ্রীয় দল পাঠানোর কথা বলেন, তার আগেই রাজ্যে চলে আসে কেন্দ্রীয় দল।

এদিকে, রাজ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ৷ অ্যাক্টিভ আক্রান্ত ছাড়িয়েছে ৭ হাজার৷ উৎসবের আগেই যদি শহরের পরিস্থিতি এই হয়,তাহলে উৎসবের পর কী হবে, তা ভেবে উদ্বেগ বাড়ছে শহরবাসীর৷ শুধু কলকাতা কেন,উদ্বেগ বাড়াচ্ছে আরও কয়েকটি জেলা৷

বৃহস্পতিবার রাজ্য স্বাস্থ্য ভবনের বুলেটিনের পরিসংখ্যান অনুযায়ী, দৈনিক মৃতের নিরিখে উত্তর ২৪ পরগনাকে ছাপিয়ে গেল কলকাতা৷ গত ২৪ ঘণ্টায় শহরে মৃত্যু হয়েছে ১৭ জনের৷ আর উত্তর ২৪ পরগনায় এই সংখ্যাটা ১৪ জন৷ বাকি জেলায় সংখ্যাটা ১০ এর নিচে৷ কলকাতা ও উত্তর ২৪ পরগনা ছাড়া উদ্বেগ বাড়ছে আরও কয়েকটি জেলার সংক্রমণ নিয়ে৷ এগুলো হল -হাওড়া, দক্ষিণ ২৪ পরগণা, হুগলি ও দুই মেদিনীপুর৷

এদিনের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, মোট আক্রান্ত যথাক্রমে হাওড়া (২১,৫৩২), হুগলি (১৫,২৬৫), দক্ষিণ ২৪ পরগনায়(২০,৬১৬ ),পূর্ব মেদিনীপুর ( ১২,৭৮০) ও পশ্চিম মেদিনীপুর ১১,৬০৬ জন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.