হাইকোর্টে অস্বস্তিে রাজ্য সরকার|কলকাতা হাইকোর্টে খারিজ রাজ্যের ভোট-পরবর্তী হিংসা মামলার রায় পুনর্বিবেচনার আর্জি |এই মামলায় রাজ্য সরকারকে তিরস্কার কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দলের ৷
বিধানসভা ভোটের ফল প্রকাশের পর থেকেই বহু এলাকায় অশান্তি চলছে বলে অভিযোগ উঠেছে ৷শাসকদল তৃণমূলের তরফে বিভিন্ন জায়গায় সন্ত্রাস চালানো হচ্ছে বলে অভিযোগ তুলেছে বিজেপি৷ যদিও বিজেপির তোলা এই অভিযোগ নস্যাৎ করেছে শাসক দল| রাজ্যে অশান্তির আবহ তৈরি চেষ্টা গেরুয়া শিবিরের এমনই অভিযোগ তৃণমূল নেতৃত্বের ৷ এরইমধ্যে রাজ্যে ভোট পরবর্তী হিংসা নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয় ৷আছেই মামলার শুনানি ছিল উচ্চ আদালতে ৷
সোমবার কলকাতা হাইকোর্টের পাঁচ বিচারপতির বেঞ্চে শুনানি শুরু হয় মামলার ৷রাজ্যের তরপে আদালতে একটি তালিকা পেশ করা হয় ৷বিধানসভা ভোটের ফল প্রকাশের পর থেকে রাজনৈতিক হামলায় আক্রান্তদের সাহায্যার্থে কি কি ব্যবস্থা নেয়া হয়েছে,কতজন এখনো বাড়ি ফিরতে পারেননি এর একটি বিস্তারিত তথ্য তুলে ধরা হয় রাজ্য সরকারের তরফে ৷তবে আদালত রাজ্যের এই তৎপরতা কেউ খুশি নয় ৷
ভোট-পরবর্তী গন্ডগোল নিয়ে রাজ্য সরকার স্বতঃপ্রণোদিত হয়ে কেন কোনো পদক্ষেপ করেনি তাই দিন জানতে চেয়েছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ৷মামলার শুনানিতে বিচারপতি রাজেশ বিন্দোল বলেন,অশান্তির উক্তি রাজ্য সরকার যে আশ্বাস দিচ্ছে তাতে সন্তুষ্ট হতে পারছেন না রাজ্যবাসী ৷সেই কারণেই আদালত এই মামলায় শেষ যে নির্দেশ দিয়েছিল সেটাই বহাল থাকবে ৷এক্ষেত্রে রাজ্য সরকার যদি চায় তবে হলফনামা জমা দিতে পারে বলেও জানিয়েছেন বিচারপতি রাজেশ বিন্দাস |
রাজ্যে ভোট পরবর্তী অশান্তির মামলায় রাজ্য সরকারের তরফে দায়ের করা রায় পুনর্বিবেচনার আর্জি খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট৷এর আগে গত 18 জুন বাংলায় ভোট-পরবর্তী হিংসানিয়ে একটি রিপোর্ট তৈরির জন্য জাতীয় মানবাধিকার কমিশন কে একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট৷রাজ্যের বিভিন্ন প্রান্ত ঘুরে উপদ্রুত এলাকায় কি ঘটনা ঘটছে এবং কারা আক্রান্তের শিকার হচ্ছেন সে ব্যাপারে সবিস্তারে একটি রিপোর্ট তৈরি করতে বলেছে কলকাতা হাইকোর্ট৷আগামী 30 শে জুনের মধ্যে আদালতে এ ব্যাপারে সবিস্তার একটি রিপোর্ট জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে ‘|
জাতীয় মানবাধিকার কমিশনকে এ ব্যাপারে সহযোগিতার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য মানবাধিকার কমিশন ও পুলিশকে ৷এ ব্যাপারে কোন ধরনের অসহযোগিতা হলে রাজ্য সরকার কি তার দায় নিতে হবে বলে স্পষ্ট করে দিয়েছিল আদালত৷উচ্চ আদালতের নির্দেশের পর এই রবিবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য |হাইকোর্টের রায় পুনর্বিবেচনার আর্জি জানায় রাজ্য সরকার৷এরপর আজ ভারপ্রাপ্ত বিচারপতি রাজেশ বিন্দোল,বিচারপতি হরিশচন্দ্র বিচারপতি ইন্দ্র প্রসন্ন মুখোপাধ্যায় বিচারপতি সৌমেন্দ্র সেন এবং বিচারপতি সুব্রত তালুকদারের বেঞ্চে মামলার শুনানি শুরু হয় ৷পাঁচ বিচারপতির এই বেঞ্চেই রাজ্যে ভোট পরবর্তী হিংসা মামলার রায় পুনর্বিবেচনার আর্জি খারিজ করে দেওয়া হয় ৷কলকাতা হাইকোর্টে এই মামলার পরবর্তী শুনানি আগামী 30 শে জুন ৷