হেলমেট পরা আর বাধ্যতামূলক রইল না। আপনার ইচ্ছে হলে পরবেন না হলে পরবেন না। মিউনিসিপ্যালিটি বা করপোরেশন অঞ্চলে হেলমেট পরা এখন থেকে ঐচ্ছিক বিষয়। তবে শহুরে রাস্তা ছাড়িয়ে হাইওয়েতে উঠলে বা পঞ্চায়েতে ঢুকে পড়লে আপনাকে পরতেই হবে হেলমেট।
এমনই অভিনব ঘোষনা করেছেন গুজরাতের পরিবহন মন্ত্রী আর সি ফালডু। তিনি জানিয়েছেন, হেলমেট পরা নিয়ে বহু অভিযোগ জমা পড়েছে সরকারের ঘরে। মন্ত্রীর বক্তব্য, এইসব অভিযোগে অনেক ‘বাস্তব সমস্যার’ উল্লেখ আছে। তবে কি সেই বাস্তব সমস্যা? তা অবশ্য খোলসা করা হয়নি সরকারি ঘোষনায়।
দেশের মধ্যে প্রথম কোনও রাজ্য পথ নিরাপত্তা নিয়ে এমন সিদ্ধান্ত নিল। গুজরাত সরকারের এই সিদ্ধান্ত প্রত্যাশিত ভাবেই বিতর্কের জন্ম দিয়েছে।