প্রবল তুষারপাত হিমাচলে, বরফের চাদরে ঢাকা পড়ল শিমলা ও ডালহৌসি

শ্বেতশুভ্র তুষারে ঢাকা পড়ল হিমাচল প্রদেশের রাজধানী শিমলা| শুধুমাত্র শিমলা নয়, বরফের চাদরে ঢাকা পড়েছে কিন্নরের কালপা, মানালি এবং ডালহৌসি| প্রবল তুষারপাতের পাশাপাশি ঠাণ্ডায় কাঁপছে কালপা, শিমলা, মানালি এবং ডালহৌসি| সর্বত্রই সর্বনিম্ন তাপমাত্রা হিমাঙ্কের নীচে| বৃহস্পতিবার কালপার সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৯.১ ডিগ্রি সেলসিয়াস, মানালিতে মাইনাস ৭.৮ ডিগ্রি সেলসিয়াস, ডালহৌসিতে মাইনাস ৫.৬ ডিগ্রি সেলসিয়াস এবং শিমলায় মাইনাস ৩.৭ ডিগ্রি সেলসিয়াস| শিমলা, মানালি, কালপা এবং ডালহৌসির সর্বত্রই এখন সাদা বরফের চাদরে ঢাকা পড়েছে| অবিরাম তুষারপাতে ঢাকা পড়ে গিয়েছে রাস্তাঘাট-গাছপালা| তুষারপাতের পর থেকেই তাপমাত্রাও হুহু করে নামছে| আপাতত তুষারপাত বজায় থাকবে হিমাচল প্রদেশের বিভিন্ন প্রান্তে, পূর্বাভাস জারি করেছে হিমাচল প্রদেশের আবহাওয়া দফতর| শিমলায় বেড়াতে গিয়ে প্রকৃতির অপরূপ এই সৌন্দর্য্য চাক্ষুস করে খুশি পর্যটকরাও| শীতে কাবু হয়েও পর্যটকরা বেরিয়ে পড়েছেন শ্বেতশুভ্র হিমাচল দেখতে| 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.