করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমণে মৃত্যুর হারও কমে ১.৮২ শতাংশে দাঁড়িয়েছে। যা বিশ্বে সর্বনিম্ন বলে দাবি করল স্বাস্থ্য মন্ত্রক। মন্ত্রকের আরও দাবি, কেন্দ্রের সঙ্গে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির যৌথ প্রচেষ্টায় প্রতিদিন ৯ লক্ষের বেশি মানুষের কোভিড-১৯. পরীক্ষা হচ্ছে দেশে। তা সত্ত্বেও দেশের জনতাকে সাবধান থাকতে বলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। তিনি বলেন, ‘‘বাকি বিশ্বের তুলনায় এ দেশের স্বাস্থ্য পরিকাঠামো করোনার বিরুদ্ধে লড়ার জন্য অনেক বেশি তৈরি। তার পরেও একে উপেক্ষা করা উচিৎ নয়।’’ দেশে বর্তমানে মোট করোনা-আক্রান্তের সংখ্যা ৩৪ লক্ষ ৬৩ হাজার ৯৭২। ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১ হাজার ২১ জনের। মৃতের সংখ্যা সর্বাধিক মহারাষ্ট্রে ৩৩১ জন।
রবিবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া পরিসংখ্যান বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৭৮,৭৬১ জন করোনা আক্রান্ত হয়েছেন। যা গতকালের থেকে প্রায় ২ হাজার বেশি। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫ লক্ষ ৪২ হাজার ৭৩৪ জন। পরিসংখ্যান বলছে গত ২৪ ঘণ্টায় সুস্থও হয়েছেন ৬৫ হাজারের কাছাকাছি মানুষ। ফলে দেশে মোট করোনা জয়ীর সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ২৭ লক্ষ ১৩ হাজার ৯৩৪ জন। তবে দেশে এখনও প্রায় ৭ লক্ষ ৬৫ হাজার ৩০২ জন করোনা রোগী চিকিৎসাধীন।