বাজির মাধ্যমে পেট্রল পাম্প এ আগুন ধরিয়ে পেট্রল পাম্পটিকে সম্পূর্ণ ভষ্মীভুত করার পরিকল্পনা করে, কিন্তু পাম্প কর্মীদের তৎপরতায় তা সম্ভব হয়নি

গুজরাটের সুরাটের পিপলড এলাকার (Piplod , Surat , Gujarat) একটি ব্যস্ত পেট্রল পাম্প (petrol pump)।
প্রত্যেকদিনের মতোই বহু মানুষ আসছেন পেট্রল বা ডিজেল নিতে। পেট্রল পাম্পে থাকা কর্মী ও অন্য অনেককে স্তম্ভিত করে স্কুটার এ আসা দুই যুবক পেট্রল পাম্প থেকে তেল ভরে যাওয়ার পথে পেট্রল পাম্পের মধ্যে বাজি ফাটাতে থাকে। পেট্রোল পাম্পে বাজি ফাটালে যে কি মারাত্মক ও ভয়ঙ্কর পরিণতি হতে পারে তা কারো অজানা নয়।

পাম্প কর্মীরা তাদের পেট্রল পাম্প এর ভিতরে বাজি ফাটাতে বারবার বারণ করতে থাকেন ۔ ওই দুই যুবক এতে কর্ণপাত না করলে সমূহ বিপদ জেনে তেড়ে যান ওই দুই মুসলিম যুবকদের দিকে। কর্মীদের তেড়ে আস্তে দেখে তারা যেখানে তেলের ভান্ডার থাকে (পেট্রল পাম্প এর বেসমেন্ট/basement) এ ) সেইখানে বাজির মাধ্যমে পেট্রল পাম্প এ আগুন ধরিয়ে পেট্রল পাম্পটিকে সম্পূর্ণ ভষ্মীভুত করার পরিকল্পনা করে, কিন্তু পাম্প কর্মীদের তৎপরতায় তা সম্ভব হয়নি।

পুলিশ স্কুটার এর মালিক ইরফান কুরেশি (Irfan Quereshi) কে গ্রেফতার করেছে, তার বিরুদ্ধে IPC র 285, 286, 336 ও 114 নম্বর ধারায় কেস দেওয়া হয়েছে। অপর অভিযুক্তের সন্ধান চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.