“কয়েকবছর শান্তিতে ঘুমোননি উনি”! মোদির মুখে দিলীপ স্তুতি খড়্গপুরে

 শনিবার নির্বাচনী প্রচারে খড়্গপুরে এসে বিজেপির বিরুদ্ধে ‘বহিরাগত’-তত্ত্ব কার্যত পুরোপুরি নস্যাৎ করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিনের জনসভায় তিনি বলেন, ভারতীয় জনতা পার্টিই সঠিক অর্থে বাংলার রাজনৈতিক দল। তাঁর কথায়, “বিজেপির DNA তে রয়েছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, আশুতোষ মুখোপাধ্যায়ের ধ্যান ধারণা ও আদর্শ। এটি জনসংঘের ছত্রছায়ায় তৈরী একটি দল যার প্রতিষ্ঠাতা ছিলেন খোদ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়।”

একইসঙ্গে দলকে চাঙ্গা করতে দলীয় নেতাদের হয়ে এদিন বেশ জোরালো সওয়াল করতে শোনা যায় মোদিকে। বাংলায় বিজেপি সরকার কেন দরকার তার স্বপক্ষে যুক্তি দেন মোদি। এদিনের সভা থেকে ‘১৩০ জন’ নিহত বিজেপি কর্মীর কথা বাংলার মানুষকে স্মরণ করিয়ে দেন প্রধানমন্ত্রী। লক্ষ্যণীয়ভাবে দিলীপ ঘোষের প্রশংসায় এদিন পঞ্চমুখ ছিলেন মোদি। তিনি বলেন, “দিলীপ ঘোষের মত কর্মী আছেন আমার দলে। এই বাংলার জন্য গত কয়েকবছর শান্তিতে ঘুমোননি দিলীপ ঘোষ। তাঁর ওপর একের পর এক হামলা হয়েছে তাতেও পিছু হঠেননি তিনি। এমনকি দিদির ধমকে কখনও ঘাবড়াননি। উজ্জ্বল ভবিষ্যতের লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছেন।”

শনিবারের সভায় খড়্গপুরকে ‘মিনি ভারত’ আখ্যা দিয়ে সেখানকার মানুষের মন জিততে চেয়েছেন মোদি। তাঁর বক্তব্যে উঠে এসেছে ভারতের প্রথম আই আই টি থেকে ভারতীয় রেল-এ খড়্গপুরের মানুষের বিশেষ অবদানের প্রসঙ্গ। ‘আসল পরিবর্তন’ আনতে খড়্গপুরের মানুষকে ভোট দিয়ে বিজেপিকে আনার কথা বলেন মোদি। তবে খড়্গপুরের সভা থেকে দলীয় কর্মী ও দিলীপ ঘোষের মতো নেতার ঢালাও প্রশংসা করে মোদি দলের সাংগঠনিক বুনিয়াদকে নির্বাচনের আগে শক্তিশালী করতে চাইছেন বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.