এপ্রিলের ৫ তারিখ মুক্তি পাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বায়োপিক ‘পিএম নরেন্দ্র মোদী।’ আর এই বায়োপিক বেরনোর আগে তার পোস্টার নিয়ে শুরু হয়েছে বিতর্ক। পোস্টারে নিজের নাম দেখে অবাক হয়ে গিয়েছেন বলিউডের নামকরা সুরকার, গীতিকার জাভেদ আখতার। টুইটারে সে কথা জানিয়েছেন তিনি। আর এ কথা জানার পরেই ছবির প্রযোজক জানিয়েছেন, টুইটারে লেখার আগে অন্তত তাঁদের একবার জানাতে পারতেন জাভেদ আখতার। তাহলেই এই সমস্যা হতো না।
শনিবার একটি টুইট করে জাভেদ আখতার লেখেন, “ছবির পোস্টারে আমার নাম দেখতে পেয়ে আমি অবাক। আমি তো ওই ছবির জন্য কোনও গান লিখিনি।” একই বক্তব্য পোস্টারে নাম থাকা আরেক বর্ষীয়ান সুরকার-গীতিকার সমীরের। তিনিও পোস্টারে নিজের নাম দেখতে পেয়ে অবাক হয়েছেন। পোস্টারে নাম রয়েছে সেন্সর বোর্ডের চেয়ারম্যান তথা গীতিকার প্রসূন জোশীরও।
জাভেদ আখতারের এই টুইট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। ইতিমধ্যেই এটি প্রায় ৯ হাজার বার রিটুইট করা হয়েছে ও এতে প্রায় ২৬ হাজার লাইক পড়েছে। রিটুইট করেছেন জাভেদ আখতার স্ত্রী শাবানা আজমি ও ছেলে ফারহান আখতারও। অনেকে মন্তব্য করে বলেছেন, একদম ঠিক করেছেন জাভেদ। অনেকে আবার মন্তব্য করেছেন, এটা তো অন্য জাভেদ আখতারও হতে পারে। উনিই হবেন, এমনটা নাও হতে পারে।
এরপরেই অবশ্য ড্যামেজ কন্ট্রোলে নেমে পরেন ছবির প্রযোজক সন্দীপ এস সিং। তিনিও টুইট করে বলেন, “এই ছবিতে আমরা ‘১৯৪৭: আর্থ’ ছবির ঈশ্বর আল্লাহ গানটি ও ‘দস’ ছবির শুনো গওর সে দুনিয়া ওয়ালো গানদুটি ব্যবহার করেছি। প্রথম গানটি লিখেছেন জাভেদ আখতার ও দ্বিতীয় গানটির গীতিকার সমীর। এই কারণেই আমরা দুজনের প্রতি কৃতিজ্ঞতা জানানোর জন্য তাঁদের নাম পোস্টারে দিয়েছি।” তিনি আরও লেখেন, “জাভেদজি লেজেন্ড। তাঁর গান শুনে শুনে আমরা বড় হয়েছি। তাঁর গান আমাদের ছবিতে ব্যবহার করেছি বলেই পোস্টারে কৃতজ্ঞতা জানিয়েছি।”
এরপরেই জাভেদ আখতারের করা টুইটের জবাব টুইটেই দেন প্রযোজক। তিনি বলেন, “জাভেদজির বুঝতে অসুবিধা হতেই পারে। তিনি আমাকে কিংবা বিবেককে ফোন করলেই ব্যাপারটা বুঝতে পারতেন। তাহলেই আর ব্যাপারটা নিয়ে এত গোলমাল হতো না। তিনি টুইট করেছেন বলেই আমিও টুইটেই জবাব দিলাম।”