হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযান ক্রমশ জোরদার হচ্ছে। এযাবৎ ২০০০ মাদক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে ও ৩৫০ কোটি টাকার উপরে মাদক উদ্ধার হয়েছে।
পুলিশের তাড়া খেয়ে মাদক পাচারকারীরা নিজেদের কৌশল পাল্টাতে বাধ্য হয়েছে। গুয়াহাটির পুলিশ কমিশনার হরমিত সিং বলেছেন মাদক পাচারকারীরা এখন মেয়েদের মাধ্যমে মাদক পাচার করছে।
গত দুমাসের পরিসংখ্যান বলছে অধিকাংশ পাচারকারীরা মুসলিম সম্প্রদায়ের মেয়েরা। গত মাসে রংমালা বেগম নাম কুখ্যাত পাচারকারীকে গ্রেফতার করে পুলিশ। বিপুল পরিমান হেরোইন ছাড়াও নগদ ১,০১,০০০ টাকা ও তিনটে মোবাইল উদ্ধার করে তার কাছ থেকে।
অনুসন্ধানে প্রকাশ, অন্তত আরো ডজন খানেক মহিলা রাজধানী গুয়াহাটিতে এই কাজে যুক্ত আছে।
ইতিমধ্যে, রনা বেগম নাম আরেক মহিলাকে ১০ গ্রাম হেরোইন সহ গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে খবর মহিলা মাদক পাচারকারীরা লাক্সারি ভেহিকেলের মাধ্যমে কৌশলে পাচার করে যা সহজে ধরা যায় না। এদিকে আফগানিস্তানে তালিবান ক্ষমতায় আসার পর মাদক বাণিজ্যের বাজার আবার জমে উঠতে পারে বলে গোয়েন্দাদের মত। গত এক মাসের কম সময়ে নওগাঁ সহ অন্যান্য মুসলিম অধ্যুষিত অঞ্চল থেকে গ্রেফতার হয়েছে হাজরা বেগম, নাজিমা খাতুন, আফসানা বেগম, জামিনা খাতুন, জোসনারা বেগম, জাসমিনা বেগম, শাহিদা বেগম ও আরো অনেকে।