চলতি মাসেই হরিয়ানা এবং মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন। আগামী ২১ অক্টোবর ভোট রয়েছে হরিয়ানাতে। এই রাজ্যে মোট ৯০টী আসন। যার মধ্যে ৭৮টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। করনাল আসন থেকে এবারও মনোহরলাল খট্টরকে প্রার্থী করা হচ্ছে। যদিও হরিয়ানায় এবার একঝাঁক বিখ্যাত ক্রীড়াবিদকে টিকিট দিয়েছে শাসকদল। সম্প্রতি তাঁরা বিজেপিতে যোগ দিয়েছিলেন। তাঁদেরকেই এবার প্রার্থী করা হয়েছে। ফলে লড়াই এবার হাড্ডাহাড্ডি হবে বলেই মনে করছে রাজনৈতিকমহল।
দিল্লিতে জাতীয় সাধারণ সম্পাদক অরুণ সিং জানিয়েছেন, এবার দাদরি কেন্দ্র থেকে প্রার্থী করা হচ্ছে মহিলা কুস্তিগির ববিতা ফোগটকে। গত কয়েকদিন আগেই তিনি বিজেপিতে যোগ দিয়েছেন। ভারতীয় হকি দলের প্রাক্তন অধিনায়ক সন্দীপ সিং লড়বেন পেহোয়া থেকে। বারোডা আসনে বিজেপি প্রাথী করেছে ওলিম্পিক্স মেডেল জয়ী যোগেশ্বর দত্তকে। গত রবিবার বৈঠক হয়েছিল বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটির। গতবারের জয়ী বিধায়কদের মধ্যে ৩৮ জনকে ফের প্রার্থী করার সিদ্ধান্ত হয়। যদিও সাত বিধায়ককে এবার টিকিট দেওয়া হয়নি।
হরিয়ানার বিজেপি সভাপতি সুভাষ বারলা এবারও প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁকে প্রার্থী করা হয়েছে তোহানা আসনে। নারনোদ থেকে লড়বেন ক্যাপ্টেন অভিমন্যু ও বাদলি আসনে প্রার্থী করা হয়েছে ওমপ্রকাশ ধনকারকে। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা জাঠ নেতা বীরেন্দর সিংয়ের স্ত্রীকে প্রার্থী করা হয়েছে ফের। গুরুত্বপূর্ণ আসন দেওয়া হয়েছে তাঁকে। উচানা কালান আসন থেকে লড়াই করছেন। যদিও ২০১৪ সালের ভোটেও এই আসন থেকে জিতেই বিধায়ক হয়েছিলেন তিনি।
জনপ্রিয় জাঠ নেতা দেবীলালের নাতি আদিত্য দেবীলালকে টিকিট দেওয়া হয়েছে ডাবওয়ালি আসনে। ঘোষিত এই ৭৮ জন প্রার্থীর মধ্যে ন’জন মহিলা ও দু’জন মুসলিম রয়েছেন।
লোকসভা নির্বাচনের বিপুল ভোটে জয় পেয়েছে বিজেপি। সংখ্যাগরিষ্ঠতার থেকেও বেশি আসন পেয়েছে বিজেপি। লোকসভা ভোটের পর চলতি মাসেই হরিয়ানা এবং মহারাষ্ট্রে ভোট হতে চলেছে। ফলে রাজনৈতিকভাবে খুব গুরুত্বপূর্ণ এই নির্বাচন। ফলে এই ভোটের ফলাফল কোন দিকে যায় সেদিকেই তাকিয়ে রাজনৈতিকমহল।