অস্ট্রেলিয়ার রাজধানীতে সিরিজের তৃতীয় তথা শেষ ওয়ান ডে ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ষষ্ঠ উইকেটে হার্দিক পান্ডিয়া ও রবীন্দ্র জাদেজার অবিভক্ত ১৫০ রানের পার্টনারশিপে ভারত শুধু তিনশো রানের গণ্ডি টপকেছে৷ সেই সঙ্গে ২১ বছরের রেকর্ড ভেঙেছেন টিম ইন্ডিয়ার এই দুই অল-রাউন্ডার৷ গত দু’ দশকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ষষ্ঠ উইকেটে এটাই ভারতের সর্বোচ্চ রানের পার্টনারশিপ৷
মানুকা ওভালে এদিন টস জিতে প্রথমে ব্যাটি নেয় ভারত৷ শুরুটা ভালো হয়নি বিরাটদের৷ ১৫২ রানে পাঁচ উইকেট হারায় টিম ইন্ডিয়া৷ বিরাট কোহলি প্যাভিলিয়নে ফেরার পর ভারতীয় ইনিংসের হাল ধরেন পান্ডিয়া ও জাদেজা৷ প্রথমে একটু দেখে নিয়ে অজি বোলারদের বিরুদ্ধে আক্রমণের রাস্তায় হাঁটেন এই ভারতীয় অল-রাউন্ডার৷ ব্যাটে ঝড় তুলে দু’জনেই হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন৷
শেষ পর্যন্ত হার্দিক ৯২ এবং জাদেজা ৬৬ রানে অপরাজিত থাকেন৷ ৭৬ বলের ইনিংস সাতটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি হাঁকান হার্দিক৷ ওয়ান ডে ক্রিকেটে এটি হার্দিকের সর্বোচ্চ স্কোর৷ আর ৫০ বলের ইনিংসে ৫টি বাউন্ডারি ও তিনটি ছক্ক হাঁকান জাদেজা৷ ১০৮ বলে ১৫০ রানের অবিভক্ত পার্টনারশিপ গড়েন জাদেজা-হার্দিক৷ তাঁদের পার্টনারশিপে ভর করে স্কোরবোর্ডে তিনশোর প্লাস রান তোলে ভারত৷ জাদেজা ও হার্দিকের ঝোড়ো দেড়শো রানের পার্টনারশিপে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৩০২ রান তোলে টিম কোহলি৷
সেই সঙ্গে ২১ বছর আগে গড়া রেকর্ড ভাঙেন এই দু’জনে৷ এর আগে ওয়ান ডে ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ষষ্ঠ উইকেটে ভারতের সর্বোচ্চ পার্টনারশিপ ছিল ১২৩ রান৷ ১৯৯৯ সালে কলম্বোতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই পার্টনারশিপ গড়েছিলেন সদাগোপন রমেশ এবং রবিন সিং৷ বুধবার মানুকা ওভালে রমেশ ও রবিনের রের্কডই ভাঙলেন না, সেই সঙ্গে নতুন মাইলস্টোনও গড়েন৷ জাদেজা ও হার্দিকের অবিভক্ত জুটি দেড়শো রানের মাইলস্টোন ছুঁয়ে ফেলেন৷
পাশাপাশি এটি ওয়ান ডে ক্রিকেটে ভারতের তৃতীয় সর্বোচ্চ ষষ্ঠ উইকেট পার্টনারশিপ৷ ষষ্ঠ উইকেটে ওয়ান ডে ফর্ম্যাটে ভারতের সর্বোচ্চ রানের পার্টনারশিপ রয়েছে অম্বাতি রায়ডু ও স্টুয়ার্ট বিনির দখলে৷ ২০১৫ সালে জিম্বাবোয়ের বিরুদ্ধে হারারে স্পোর্টস ক্লাবে অম্বাতি রায়ডু ও স্টুয়ার্ট বিনির ১৬০ রানের ষষ্ঠ উইকেট পার্টনারশিপ এখনও পর্যন্ত সেরা৷ তার পরে রয়েছেন যুবরাজ সিং ও মহেন্দ্র সিং ধোনির ১৫৮ রানের পার্টনারশিপ৷ ২০০৫ সালে হারারে স্পোর্টস ক্লাবেই জিম্বাবোয়ের বিরুদ্ধে ষষ্ঠ উইকেটে ১৫৮ রানের পার্টনারশিপ গড়েছিলেন যুবরাজ ও ধোনি৷