ঝাড়খণ্ডে হনুমান মন্দিরে চলল ভাঙচুর। অভিযোগ, রাতের অন্ধকারে রাঁচির এক হনুমান মন্দিরে হামলা চালিয়ে হনুমান মন্দিরটির প্রতিমা ভেঙে দেওয়া হয়েছে। হামলার পরে সকালের দিকে স্থানীয়রা ঘটনাটি জানতে পারলে পুলিশ থানায় লিখিত অভিযোগ জানায়।
ঘটনাটি ঘটেছে ২৭শে সেপ্টেম্বর তারিখে ঝাড়খন্ডের রাজধানী রাঁচির হিন্দপুরি এলাকায় অবস্থিত হনুমান মন্দিরে। এই হামলাটিকে কেন্দ্র করে পুলিশ তদন্ত শুরু করলে একটি সিসিটিভি ফুটেজ যাচাই করতে বসলে তখনই প্রকাশ্যে আসে মূল অভিযুক্তের মুখ। এই ফুটেজের ভিত্তিতে জানতে পারা যায় রামিজ আহমেদ নামক এক মুসলিম যুবক। এরপরেই আর দেরি না করে পুলিশ অভিযুক্ত রামিজ আহমেদকে গ্রেফতার করে।
২৮শে ডিসেম্বর তারিখে ঘটনাটি প্রথমে বিকি বিশ্বকর্মা নামক এক ব্যক্তির নজরে পড়ে। তিনি মন্দির পরিস্কার করার জন্য মন্দিরে প্রবেশ করতেই ভগবান হনুমানের ভাঙা মূর্তি দেখতে পান। এরপররেই তিনি সোজা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযোগকে কেন্দ্র করে মূল অভিযুক্তকে শীঘ্রই গ্রেফতার করে নিলেও পুলিশ দাবি করে যে, অভিযুক্ত হামলাকারী মানসিক ভারসাম্যহীন। আর এই শুনেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় জনতা।