হৃদয়স্পর্শী ছবি দেখা গেল গুজরাটে (Gujarat)। শ্রমিক স্পেশ্যাল ট্রেনে নিজের রাজ্যে ফিরে যাওয়ার আগে কর্মভূমি গুজরাটের মাটি ছুঁয়ে প্রণাম করলেন কাজ করতে আসা শ্রমিকরা। সেইসঙ্গে শপথ নিলেন আবার ফিরে আসার। গুজরাটের মিডিয়া দেশ গুজরাট এমনই খবর প্রকাশ করেছে।
উত্তর প্রদেশের (Uttar Pradesh) কয়েকশ বাসিন্দা গুজরাটের আহমেদাবাদের (Ahmedabad) বিভিন্ন স্থানে কাজ করতেন। কিন্তু লক ডাউনে কাজ বন্ধ থাকায় আটকে পড়েছিলেন তাঁরা। রেলমন্ত্রকের ব্যবস্থাপনায় বিশেষ শ্রমিক স্পেশ্যাল ট্রেনে নিজের রাজ্যে ফিরে যাচ্ছিলেন তাঁরা। এই শ্রমিকদের অনেকেই নিজের পরিবারকে নিয়ে গুজরাটে থাকতেন। কিন্তু শ্রমিক স্পেশ্যাল ট্রেনে ওঠার আগে তাদের চোখে জল। তাঁরা মাটি ছুঁয়ে প্রণাম করেন। সে ছবি নজরে পড়ে ‛দেশ গুজরাট’ সংবাদপত্রের এক সাংবাদিকের। সেই সাংবাদিকের প্রশ্নের উত্তরে পরিযায়ী শ্রমিকদের একজন বলেন, ‛গুজরাট আমাদের কর্মভূমি। গুজরাট আমাদের অনেক কিছু দিয়েছে। তাই কর্মভূমি ছেড়ে যাওয়ার আগে একবার প্রণাম করে গেলাম।’ সেইসঙ্গে তাদের বক্তব্য, অবস্থা অনুকূল হলে আবারও ফিরে আসবেন ‛কর্মভূমি’ গুজরাটে।