বড়ো ধরণের সাফল্য হাতে এলো ‘গ্রে-হাউন্ড’ বাহিনীর। ছত্তিশগড় সীমান্তে লাল সন্ত্রাস দমনে এটা উল্লেখ্যযোগ্য পদক্ষেপ বলে মনে করা হয়েছে।’গ্রে-হাউন্ড’-এর এই অভিযানে মোট ৬ জন জঙ্গির নিকেশ হয়েছে বলে জানা গেছে। অভিযান শেষে পুলিশের তরফে এলাকায় চিরুনি তল্লাশিও চালানো হয়েছে।
এই অভিযান চলেছে সোমবারে তেলেঙ্গানা-ছত্তিশগড় সীমান্তে কিস্তরাম থানা এলাকার জঙ্গলে। মাওবাদী উপস্থিতের খবর পায় রাজ্যের পুলিশ ও সিআরপিএফ। এই অভিযানে উপস্থিত ছিল তেলেঙ্গানা পুলিশের ‘গ্রে-হাউন্ড’ বাহিনীও। খবর পেয়েই যৌথভাবে তল্লাশি অভিযানে নেমে পড়ে মাওবাদীদের ঘিরে ধরে।
এদিকে, মুখোমুখি হতেই শুরু হয়ে যায় দুই পক্ষের সংঘর্ষ। মাওবাদীরা গুলি চালানো শুরু করতেই নিরাপত্তারক্ষীরা পাল্টা হামলা করা শুরু করে। এই সংঘর্ষ বেশ কিছুক্ষণ চলে বলে জানা যায়। অবশেষে, এই হামলায় মোট ৬ জন নিহত হয়। তেলেঙ্গানার ভদ্রদরি কথাগুদেম জেলার পুলিশ সুপার সুনীল দত্ত সূত্রে জানা গেছে যে, এই হামলায় কোনো নিরাপত্তারক্ষী মারা যাননি।