দেশে শেষ ২৪ ঘণ্টায় ফের উর্ধ্বমুখী করোনার দৈনিক আক্রান্ত থেকে মৃতের সংখ্যার গ্রাফ

দেশে শেষ ২৪ ঘণ্টায় করোনার জেরে দৈনিক আক্রান্তের সংখ্যা ফের সামান্য উর্ধ্বমুখী। গত একদিনে দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৪৮,৭৮৬ জন। এমনই তথ্য এসেছে ১ জুলাই স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট থেকে। এদিকে ৩০ জুনের রিপোর্টে দেখা গিয়েছে, শেষ ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৫,৯৫১ জন। ফলে করোনার দৈনিক গ্রাফ যে স্বস্তি দিচ্ছে না, তা বলাই বাহুল্য। করোনার তৃতীয় স্রোতের আশঙ্কা ও ডেল্টা ভাইরাসের আক্রমণের উদ্বেগের মধ্যেই দেশের করোনা পরিসংখ্যান ফের একবার চাঞ্চল্য তৈরি করছে। মৃতের সংখ্যায় ফের বৃদ্ধি! গত কয়কদিনে দেশে মৃতের সংখ্যা হাজারের নিচে গিয়েছিল দৈনিক হিসাব অনুযায়ী। তবে গতকাল থেকে করোনায় মৃতের সংখ্যা ফের অস্বস্তি বাড়াচ্ছে। এদিন স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে শেষ ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১০০৫ জনে। ইতিহাসের দোরগড়ায় আমেরিকা, কমলার জয়েই আধুনিক পরিবারের নয়া নির্দশন দেখছে গোটা বিশ্ব আক্রান্ত ও সুস্থতা শেষ ২৪ ঘণ্টায় দেশে করোনার জেরে আক্রান্ত হয়েছেন ৪৮,৭৮৬ জন। গতকালের রিপোর্টে সংখ্য়াটি ছিল ৪৫ হাাজারের ঘরে। তার আগে একবার ৩৭ হাজারের ঘরে নামে করোনার দৈনিক আক্রান্তের সংখ্যা। এদিকে, শেষ ২৪ ঘণ্টায় করোনা কাটিয়ে সুস্থ হয়েছেন ৬১,৫৮৮ জন। পর পর বুলেটের আঘাতে মুহূর্তে লুটিয়ে পড়েছিলেন, গুলশন কুমারকাণ্ডে ‘৯৭ এর অভিশপ্ত সকালে কী ঠিক ঘটেছিল মোট পরিসংখ্যান পরিসংখ্যান অনুযায়ী দেশে মোট আক্রান্তের সংখ্যা আজ পৌঁছল ৩,০৪,১১,৬৩৪ জনে। মোট সুস্থতার সংখ্যা ২,৯৪,৮৮,৯১৮ জন। অ্যাক্টিভ কেস দাঁড়িয়েছে ৫,২৩,২৫৭ জন। মৃত্যু হয়েছে ৩,৯৯,৪৫৯ জনের। দেশে গত ১৬ জানুয়ারি থেকে যে ভ্যাকসিনেশনের উদ্যোগ নেওয়া হয়েছে , তাতে মোট ভ্যাকসিন পেয়েছেন ৩,৯৯,৪৫৯ জন। দাবায় বিশ্বের কনিষ্ঠতম গ্র্যান্ডমাস্টার ভারতীয় বংশোদ্ভুত, জেনে নিন পরিচয় নামছে অ্যাক্টিভ কেসলোড এদিনের করোনা রিপোর্টে দেখা যাচ্ছে দেশের অ্যাক্টিভ কেস লোড ১.৭৭ শতাংশ নেমেছে। যার জেরে ৫,২৩,২৫৭ টি অ্যাক্টিভ কেস রয়েছে। এদিকে, স্বাস্থ্য মন্ত্রক জানাচ্ছে করোনার জেরে ৭০ শতাংশ মৃত্যুই কো মর্বিডিটি এর কারণে হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.