গ্রাউন্ড জিরো তে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্যনাথ, রাজ্যে পজেটিভিটি হার কমে হল ১ শতাংশের নিচে
উত্তরপ্রদেশের কোভিড পজেটিভিটি হার কমে ১ শতাংশের নীচে হল।
পরিস্থিতি পর্যালোচনা করার জন্য মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রাজ্যের জেলাগুলোতে যাচ্ছেন। ইতিমধ্যে তিনি ৪০ টি জেলা পর্যবেক্ষণ করে নিয়েছেন।
বুধবার উত্তরপ্রদেশে ৩৩৭১ টি নুতন কেস আসে কোভিডের এবং অ্যাকটিভ কেসের সংখ্যা এখন ৬২২৭১ ।
রাজ্যের ৭৫ টি জেলার প্রত্যেকটিতে মেডিক্যাল অক্সিজেন পৌঁছে দেওয়ার জন্য প্রশাসন যুদ্ধকালীন তৎপরতায় কাজ করে চলেছে।
বুধবার সরকার ঘোষণা করে যে সব রুগীর কোভিড পরবর্তী সমস্যার চিকিৎসা সরকারী হাসপাতালে বিনামূল্যে হবে।
উত্তরপ্রদেশ পূর্বেই সব কোভিড চিকিৎসা বিনামূল্যে হবে বলে ঘোষণা করেছে।
এপ্রিলের ১৪ তারিখ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কোভিড আক্রান্ত হন এবং ২ সপ্তাহ আইসলেশনে থাকেন।
আইসলেশন শেষ হওয়া মাত্রই তিনি মাঠে নেমে পড়েন, প্রথমেই লকনোউ- এর হাসপাতাল পরিদর্শন করেন।
রাজ্যের প্রতিটি জেলায় কোভিড কন্ট্রোল রুম তৈরী করা হয়েছে।
বাপ্পাদিত্য