জম্মু কাশ্মীরে নতুন করে আরও ২৫ হাজার সেনা মোতায়েন করার খবর আসছে। এর আগে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার উপত্যকায় ১০০ কোম্পানির অতিরিক্ত সেনা পাঠানোর কথা বলেছিল। প্যারামিলিটারী ফোর্সের এই জওয়ানদের উপত্যকায় আরও জওয়ান পাঠানোর জন্য সরকারের তরফ থেকে মৌখিক আদেশ জারি করা হয়েছে।
সূত্র থেকে জানা যায় যে, বিগত চার দিনে সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স (CAPF) এর ২৮১ কোম্পানি জম্মু কাশ্মীরে পৌঁছে গেছে।
আপনাদের জানিয়ে রাখি, এক সপ্তাহ আগে মোদী সরকার জম্মু কাশ্মীরে ১০ হাজার অতিরিক্ত সেনা মোতায়েনের কথা জানিয়েছিল। এরপর জম্মু কাশ্মীরে এত পরিমাণে সেনা মোতায়েন নিয়ে প্রশ্ন উঠেছে। এমনকি বিজেপি বিরোধী দল গুলো এই নিয়ে মোদী সরকারকে আক্রমণ করতে পিছপা হয়নি।
গত সপ্তাহে মোদী সরকার উপত্যকায় ১০০ কোম্পানির অতিরিক্ত সেনা মোতায়েন করার পিছনে সন্ত্রাসবাদ বিরোধী পদক্ষেপ নেওয়া এবং উপত্যকায় সেনাকে মজবুত করার কারণ জানায়। মোতায়েন হওয়া ১০০ কোম্পানির মধ্যে সিআরপিএফ এর ৫০, বিএসএফের ১০, এসএসবি এর ৩০ এবং আইটিবিপি এর ১০ কোম্পানি মোতায়েন হচ্ছে। বুধবার জম্মু কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিক উপত্যকা থেকে 35A উঠিয়ে দেওয়ার গুজবকে সরাসরি নস্যাৎ করেন। উনি পরিস্কার জানিয়ে দেন যে, এখনো এরকম কোন পরিকল্পনা নেওয়া হয়নি।
সেনা প্রধান বিপিন রাওয়াত কাশ্মীরের পরিস্থিতি খতিয়ে দেখতে বৃহস্পতিবার শ্রীনগর যান। উনি আগামী দুই দিন জম্মু কাশ্মীরে থাকবেন। গত সপ্তাহে ১০ হাজার অতিরিক্ত সেনা মোতায়েনের কথা ওঠার পর রাষ্ট্রীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল কাশ্মীরে গেছিলেন।