তামিলনাড়ুর সরকারি স্কুলগুলো হয়ে উঠেছে ধর্মান্তকরণের আখড়া। জোরজবরদস্তি চলছে ধর্ম পরিবর্তন। এমন অভিযোগে উত্তাল দক্ষিণের রাজ্য। কিন্তু এই নিয়ে চুপ সে রাজ্যের সরকার। কেন এ ব্যাপারে সরকারের তরফে কোনও নির্দেশিকা বা গাইডলাইন তৈরি করে দেওয়া হচ্ছে না? তামিলনাড়ু সরকারকে সেই প্রশ্নই করেছে মাদ্রাজ হাই কোর্ট।
ধর্মান্তরণের অভিযোগ তুলে আদালতে আবেদন করেছেন আইনজীবী বি জগন্নাথ। তাঁর দাবি, শিক্ষা দফতরের এ ব্যাপারে নির্দিষ্ট গাইডলাইন তৈরি করা উচিত। পাশাপাশি, এই ধরনের কাজ যাতে বন্ধ করা হয়, তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করার আর্জিও জানিয়েছেন তিনি।
আবেদনকারীর দাবি, মূলত হিন্দু ছাত্রীদের নিশানা করা হচ্ছে ক্রিশ্চান মিশনারিগুলোতে। ওই সব ছাত্রীরা নানা ধরনের হেনস্থার শিকার হচ্ছে বলেও আদালতে জানিয়েছেন ওই আইনজীবী। তাঁর দাবি, শাসক দল এ সব জেনেও চুপ করে আছে। ওই সব পড়ুয়াদের জন্য কোনও ব্যবস্থাই নিচ্ছে না।
কেন এ ব্যাপারে সরকারের তরফে কোনও নির্দেশিকা বা গাইডলাইন তৈরি করে দেওয়া হচ্ছে না? তামিলনাড়ু সরকারকে সেই প্রশ্নই করেছে মাদ্রাস হাই কোর্ট। মাদ্রাস হাই কোর্টে বিচারপতি আর মহাদেবন ও বিচারপতি এস অনন্তীর ডিভিশন বেঞ্চে চলছে সেই মামলার শুনানি।