সরকারি স্কুলে মাজার তৈরির অভিযোগ উঠল প্রিন্সিপালের স্বামীর বিরুদ্ধে। ভূপালের বিদিশা জেলার সিএম রাইস গভর্নমেন্ট স্কুলের ঘটনা। অধ্যক্ষ সায়না ফিরদৌসের স্বামী ওই স্কুলেরই ফিজিক্যাল টিচার। তিনিই স্কুল চত্বরে মাজার তৈরি করেন বলে অভিযোগ। ঘটনার কথা জানাজানি হতেই অধ্যক্ষকে সাসপেন্ড করা হয়েছে।
অধ্যক্ষ সায়না ফিরদৌসকে গত অগস্ট মাসে অন্য স্কুলে ট্রান্সফার করা হয়েছিল। কিন্তু ন্যাশানাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস সম্প্রতি এব্যাপারে তদন্ত শুরু করে।
বৃহস্পতিবার এনসিপিসিআর চেয়ারপার্সন প্রিয়াঙ্ক কানুনগো স্কুল পরিদর্শন করেন। এদিকে অবসরপ্রাপ্ত শিক্ষক বালিরাম সাহু যে অভিযোগ করেছিলেন সেটা তিনি খতিয়ে দেখেন।
ওই শিক্ষকের অভিযোগ, প্রিন্সিপাল মা সরস্বতীর মূর্তি স্কুলে রাখতে দিতেন না। জাতীয় সঙ্গীতও প্রেয়ারের সময় গাইতে দিতেন না। প্রিন্সিপালের স্বামী ওই স্কুলেরই ফিজিক্যাল টিচার ছিলেন। তিনি মাজারের জন্য় মঞ্চও করে ফেলেছিলেন। চেয়ারপার্সন প্রিয়াঙ্ক কানুনগো জানিয়েছেন, স্কুলে বড়সর অনিয়ম পাওয়া গিয়েছে। বিস্তারিত তদন্ত হবে এনিয়ে।