কেন্দ্রীয় পেনশন আইনে বড় রদবদল এনেছে নরেন্দ্র মোদী সরকার। এই রদবদলে সর্বনিম্ন পেনশন ৩০ শতাংশ থেকে বেড়ে ৫০ শতাংশ হল। এতদিনের নিয়ম ছিল কোনও কেন্দ্রীয় সরকারি কর্মী টানা কমপক্ষে ১০ বছর কাজ করলে তবেই পারিবারিক পেনশন হবে ৫০ শতাংশ। টানা সাত বছর কাজ করলে হবে ৩০ শতাংশ। এবার এই ৩০ শতাংশকে বাড়িয়ে ৫০ শতাংশ করা হয়েছে।
এর ফলে লক্ষ লক্ষ কর্মীর পরিবার উপকৃত হবে। এতদিন যে নিয়ম ছিল তাতে কোনও কর্মীকে পারিবারিক পেনশনের যোগ্যতা পেতে হলে কমপক্ষে টানা ৭ বছর কাজ করতে হয়। এর পরে মৃত্যু হলে পরিবারকে শেষ পাওয়া বেতনের ৩০ শতাংশ পেনশন হিসেবে মাসে মাসে দেওয়া হয়। আর মৃত্যুর আগে কমপক্ষে ১০ বছর কাজ করলে তবেই মেলে ৫০ শতাংশ বেতন।
এখন নতুন আইনে দুই ক্ষেত্রেই ৫০ শতাংশ পেনশন মিলবে।
সুতরাং, এখন থেকে ৭ বছর বা ১০ বছরের যে আলাদা আলাদা নিয়ম ছিল তা আর থাকছে না। সাত বছর টানা কাজ করলেই ৫০ শতাংশ হারে পেনশন পাবে মৃত কর্মীর পরিবার।
নতুন এই নিয়ম আগামী ১ অক্টোবর থেকে কার্যকর হবে।