জম্মু-কাশ্মীরে সন্ত্রাসবাদ এবং বিচ্ছিন্নতাবাদ দূর করতে এবার নয়া কৌশল অবলম্বন করল সরকার। ভারত বিরোধী কাজের সঙ্গে যুক্ত কাশ্মীরিদের সরকারি চাকরী এবং পাসপোর্টের অধিকার কেড়ে নেওয়ার নির্দেশ দিল প্রশাসন। সেনাকে লক্ষ্য করে পাথর ছুড়লেও এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে।
উপত্যকায় সিআইডি-র স্পেশ্যাল ব্রাঞ্চ ইতিমধ্যেই এই মর্মে নির্দেশিকা জারি করেছে। নির্দেশিকায় বলা হয়েছে, আইন-শৃঙ্খলা লঙ্ঘন, পাথর ছোড়া এবং জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কাজে যুক্ত থাকলে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।
চাকরীর আবেদনের সময় প্রশাসনের তরফে আরো কিছু শর্ত দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে, পরিবারের সদস্যদের কেউ উপত্যকার কোনও রাজনৈতিক দল বা সংগঠনের সঙ্গে যুক্ত কিনা, কখনও কোনও রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিয়েছেন কিনা, কিংবা কোনো জঙ্গি সংগঠনের সাথে যুক্ত কিনা তা উল্লেখ করা বাধ্যতামূলক।
এছাড়া আগে থেকে যাঁরা সরকারি পদে কর্মরত, নতুন করে তাদের সম্পর্কেও খোঁজ-খবর নেবে সিআইডি।
বাবা, মা কোন পেশায় যুক্ত। তারপরে স্বামী, স্ত্রী, নিজের ছেলেমেয়ে, সৎ ছেলেমেয়ে, শ্বশুর, শাশুড়ি, দেওর, ননদ সকলের কর্মজীবন সংক্রান্ত বিশদ তথ্য জানাতে হবে।