ভারতীয় ভাষাকে ‘কুৎসিত’ বলে অপমান, চাপে পড়ে ক্ষমা চাইল Google

বিশ্বের কুৎসিততম ভাষা কী? প্রশ্নের জবাবে Google তুলে আনছে এক ভারতীয় ভাষার নাম-কন্নড়। কর্ণাটকের ভাষা। গুগলের এই উত্তরের জেরে তীব্র বিতর্ক তৈরি হল। টেক জায়ান্টের বিরুদ্ধে ক্ষোভ আছড়ে পড়ল সোশ্যাল মিডিয়ায়। এমনকী, গুগলকে আইনি নোটিস পাঠানোর হুমকিও দিলেন কর্ণাটকের নেতা-মন্ত্রীরা। বিতর্কে মুখে পড়ে শেষে ক্ষমা চাইল এই টেক জায়ান্ট।

ঠিক কী ঘটেছিল? বৃহস্পতিবার দেখা যায়, গুগল সার্চ ইঞ্জিনে কুৎসিততম ভাষা লিখলেই ভেসে উঠছে কন্নড় (Kannada) ভাষার নাম। বিষয়টি নজরে আসতেই তীব্র প্রতিবাদ জানান কর্ণাটকের বাসিন্দারা থেকে নেতা-মন্ত্রীরা। কর্ণাটক সরকারের তরফে আইনি নোটিস জারির হুমকিও দেওয়া হয়। এর পরই দ্রুত ‘ত্রুটি’ সংশোধন করে ফেলে এই টেক জায়ান্ট।


এ প্রসঙ্গ কর্ণাটকের মন্ত্রী অরবিন্দ লিম্বাভলি জানান, “এরকম ভাবে প্রাচীন ভাষার অপমান করার অর্থ কী? আমরা গুগলকে আইনি নোটিস পাঠাচ্ছি।” টুইটারেও সরব হন তিনি। কন্নড় ভাষাভাষী মানুষের কাছে গুগলকে দ্রুত ক্ষমতা চাওয়ার পরামর্শ দেন তিনি। কর্ণাটকের মন্ত্রীর কথায়, কন্নড় ভাষার নিজস্ব ঐতিহ্য আছে। আড়াই হাজার বছর পুরনো এই ভাষার সমৃদ্ধ ইতিহাস রয়েছে। অথচ সেই ভাষাকেই এভাবে অপমান করা হল। কন্নড় ভাষাভাষীদের কাছে গুগল দ্রুত ক্ষমা চাক। আমাদের ঐতিহ্যপূর্ণ ভাষাকে অপমানের করার জন্য গুগলের বিরুদ্ধে আইনি পথে হাঁটব আমরা।

এর পরই দ্রুত বিবৃতি দেয় গুগল (Google)। জানায়, সার্চ ইঞ্জিনে সার্চের ফলাফল সবসময় ঠিক দেখায় না। কখনও কখনও বিস্ময়কর ফলাফল দেখানো হয়। এটা প্রযুক্তিগত ত্রুটি। বিষয়টি আমাদের নজরে এসেছে। দ্রুত পদক্ষেপ করছি। কারোর ভাবাবেগে আঘাত করার কোনও উদ্দেশ্য আমাদের ছিল না। অনিচ্ছাকৃত এই ভুলের জন্য আমরা ক্ষমাপ্রার্থী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.