এবার গোয়াকে দূষণমুক্ত করতে বড় সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত। ৩১ অগাস্ট থেকেই এই নির্দেশিকা গোয়ায় লাগু হতে চলেছে।
বৃহস্পতিবার বিধানসভায় গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত বিরোধী নেতা দিগম্বর কামাতের প্রশ্নের উত্তরে জানিয়েছেন, ৩১ অগাস্ট থেকেই এই নিয়ম লাগু হতে চলেছে। মুখ্যমন্ত্রী বলেন, “আমরা পেরেছি। ৩১ অগাস্ট থেকেই প্রকাশ্যে মলমূত্র ত্যাগ করা যাবে না গোয়ায়। আমরা ৫৩৮ টি শৌচাগার তৈরি করব। রাজ্যের বিভিন্ন ওয়ার্ডকে পরিষ্কার রাখতে আমরা এহেন পদক্ষেপ নেব।”
স্টেট ওয়েস্ট ম্যানেজ মিনিস্টার মাইকেল লোবো বলেন, একবার যখন রাজ্যকে প্রকাশ্যে মলমূত্র ত্যাগমুক্ত হিসেবে ঘোষণা করা হবে তখন সরকার এই কারণে জরিমানাও আরোপ করবে। আগামী দেড় মাসের মধ্যে রাজ্য সরকার রাজ্যের ১৭,১৬০ টি পরিবারে বায়ো টয়লেট বানিয়ে দেবে।
লোবো বলেন, “এর সঙ্গেই পঞ্চায়েতের প্রতিটি ওয়ার্ডে এবং মিউনিসিপ্যালিটিতে ২ টি করে কমিউনিটি টয়লেট প্রদান করা হবে।”
তিনি আরও জানান, অগাস্টের ১৫ তারিখ থেকেই রাজ্য জুড়ে বায়ো টয়লেট দেওয়ার কাজ শুরু হয়ে যাবে। এই টয়লেট সরবরাহ করবে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেনট অর্গানাইজেশন। রাজ্যের বিভিন্ন পরিবারে আর্থিক অনটনের কারণে পরিবারগুলিকে টয়লেট তৈরি করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এর জন্য অবশ্য এসটিৃদের ১,০০০ টাকা, ওবিসি-দের ২,০০০ টাকা এবং জেনারেল ক্যাটাগরকে ৪,০০০ টাকা দিতে হবে৷