বিজেপির নবান্ন অভিযানের জন্য ট্রেন ভাড়া করা হয়েছে। যাতে উত্তরবঙ্গ এবং রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কর্মীদের কলকাতায় আসতে অসুবিধে না হয়। কিন্তু অভিযোগ, সোমবার স্টেশনে স্টেশনে ঢুকে বিজেপি কর্মীদের ট্রেনে উঠতে বাধা দেয় পুলিশ। কোথাও গ্রেফতারও করে। এই পরিস্থিতিতে আসরে নামে আরপিএফ। পুলিশকে স্টেশনে ঢুকতে বাধা দেয় তারা। আরপিএফের স্পষ্ট কথা, ‘এঁরা আমাদের কাস্টমার, খারাপ ব্যবহার করবেন না’।
আলিপুরদুয়ার থেকেও এদিন বিকেলে বিজেপির নবান্ন অভিযানের জন্য রওনা দেয় একটি ট্রেন। কিন্তু তাতেও বিপত্তি। বিজেপির অভিযোগ, স্টেশন থেকে তাঁদের দলীয় কর্মীদের তুলে নিয়ে যাচ্ছে পুলিশ। এদিকে ওই ঘটনার জেরে স্টেশনে পৌঁছে যান আরপিএফ-এর ডিভিশনাল সিকিউরিটি কমিশনার ডি বন্দ্যোপাধ্যায়। তখন স্টেশন চত্বরেই ছিলেন আলিপুরদুয়ার থানার আইসি ও অতিরিক্ত পুলিশ সুপার সহ অন্যান্য পুলিশকর্মীরা।
আরপিএফ আধিকারিক আলিপুরদুয়ার থানার পুলিশকর্মীদের স্টেশন থেকে বাইরে যাওয়ার জন্য অনুরোধ করেন। ডিভিশনাল সিকিউরিটি কমিশনার আলিপুরদুয়ার থানার পুলিশকর্মীদের বুঝিয়ে বলেন, গোটা ট্রেন বুক করে যাওয়া হচ্ছে। যাত্রীরা রেলের কাস্টমার, তাই তাঁদের সঙ্গে যাতে এমন না করা হয়, সেই অনুরোধ করেন তিনি।
আলিপুরদুয়ার থানার পুলিশকর্মীদের তিনি বলেন, ‘আপনারা যেমন কাজ করছেন, আমরাও তেমন কাজ করছি। যাত্রীরা আমাদের কাস্টমার। আপনারা তাঁদের জোর করে তুলে নিয়ে যেতে পারেন না। আপনাদের যা করার, প্লাটফর্মের বাইরে গিয়ে করুন’।