সাবধান হয়ে যান৷ সতর্ক হোন৷ আপনার আধার কার্ডে কোনও তথ্য ভুল নেই তো? তাকলেই বিপদ৷ আপনাকে দিতে হতে পারে মোটা অঙ্কের জরিমানা৷ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ সাম্প্রতিক বাজেটে ঘোষণা করেছিলেন আধার কার্ড ও প্যান কার্ড ইন্টারচেঞ্জেবল অর্থাৎ আয়কর রিটার্নের ক্ষেত্রে যে কোনও একটি নথি জমা দিলেই চলবে৷ যদি কারোর প্যান নম্বর না থাকে, তবে আধার নম্বর দিলেও সমস্যা হবে না৷
বর্তমানে আয়কর রিটার্নের ক্ষেত্রে দুটি নম্বর দেওয়াই বাধ্যতামূলক৷ ২০১৯ সালের এপ্রিল থেকে রিটার্ন জমা দেওয়ার ক্ষেত্রে আধার কার্ড আবশ্যিক করা হয়েছে৷ তবে সেই নিয়ম শিথিল করা হয়েছে এবারের বাজেটে৷ এই বিষয়ে পাঁচটি গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী৷
তবে এই সব নিয়ম তখনই বলবৎ ও গ্রাহ্য হবে, যখন আপনার আধার কার্ডে দেওয়া সব তথ্য নির্ভুল হবে৷ নয়তো চলতি বছরের পয়লা সেপ্টেম্বর থেকে জারি করা নতুন নিয়মের ফাঁদে পড়ে যেতে পারেন আপনিও৷
কি বলছে নতুন নিয়ম?
আধার কার্ডে দেওয়া তথ্যে কোনও ভুল থাকলে দ্রুত তা পরিবর্তন করান৷ সেপ্টেম্বরের পর সেই তথ্য ভুল প্রমাণিত হলে বা ভুল তথ্য দিয়েই কোনও গ্রাহক আধার কার্ডের সুবিধা পেতে চাইলে, তা গ্রাহ্য কোনওভাবেই হবে না৷ উপরন্তু গ্রাহককে দিতে হবে ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা৷ যতবার এই ভুল তথ্য সম্বলিত আধার কার্ড ব্যবহার করা হবে, ততবারই এই পরিমাণ জরিমানা দিতে বাধ্য থাকবেন গ্রাহক৷
কেন্দ্রীয় অর্থমন্ত্রী বাজেটে বলেছিলেন আধারের নম্বরের ওপর ভিত্তি করে আয়কর দফতর কোনও ব্যক্তিকে প্যান কার্ড দিতে পারে৷ সেক্ষেত্রে ইউআইডিএআই বা ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইণ্ডিয়ার সাহায্য নেবে আয়কর দফতর৷ প্রয়োজনীয় তথ্য সেখান থেকেই যোগাড় করা হবে৷ এছাড়াও যদি আয়করদাতা ইতিমধ্যেই আধার কার্ডের সঙ্গে প্যান নম্বর সংযুক্ত করে দেন, তাহলেই আধারের বদলে প্যান নম্বর বা প্যান নম্বরের বদলে আধার নম্বর দিতে পারবেন তিনি৷
বলা হয়েছে বড় অঙ্কের লেনদেন করার ক্ষেত্রে আবশ্যিক প্যান নম্বর৷ এবার থেকে আধার নম্বর দিলেও সেই লেনদেন করা যাবে বলে জানানো হয়েছে বাজেটে৷ সাধারণত বেশ কিছু অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে প্যান কার্ড আবশ্যিক বলে জানানো হয়েছিল৷ কিন্তু সেই সমান গুরুত্ব এবার দেওয়া হয়েছে আধার কার্ডকে৷ তাই কেন্দ্র সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে আধার কার্ডে প্রতিটি তথ্য নির্ভুল থাকা বাঞ্ছনীয়৷ আধার আইনের সাত নম্বর ধারায় এই বিষয়ে বিস্তারিত তথ্য নথিভুক্ত করা হয়েছে৷