আকর্ষণীয় প্রকল্প মোদী সরকারের, ২১১ টাকার বিনিময়ে ৫০ হাজারের পেনশন

লোভনীয় পেনশন স্কীম কেন্দ্রের অনুমোদিত ন্যাশনাল পেনশন সিস্টেমের৷ এই প্রকল্প অনুযায়ী প্রতিদিন আপনাকে জমাতে হবে মাত্র ২১১ টাকা৷ তাহলেই অবসর নেওয়ার পরে আপনি প্রতি মাসে ৫০ হাজার টাকার পেনশন পাবেন৷

কীভাবে? এনপিএস বা ন্যাশনাল পেনশন স্কীম বলছে, প্রতিমাসে ২১১*৩০ অর্থাৎ ৬৩৩০ টাকা বিনিয়োগ করলেই এই পরিমাণ অর্থ অবসরের পরে হাতে পাবেন আপনি৷

কি থাকছে এই প্রকল্পে?

প্রতি দিন ২১১ টাকা করে বিনিয়োগে পেনশন হিসেবে পাবেন ৫০ হাজার টাকা৷ অবসরের পরে একবারে পাবেন ১৮ লক্ষ টাকা৷ তিরিশ বছর বয়স হলে এই বিনিয়োগ শুরু করার আদর্শ সময়৷ আর যদি আপনার বয়স ২৫ হয়, তবে পেনশন পাওয়ার পরিমাণ বেড়ে দাঁড়াবে ৭৬ হাজার ৯৫৪ টাকা৷ এর পাশাপাশি, আপনি পাবেন ২৮ লক্ষ টাকা একবারে অবসরের পর৷

এইচডিএফসি ব্যাংকের অনলাইন এনপিএস ক্যালকুলেটর এই বিষয়ে সাহায্য করবে আপনাকে, যে আপনার ৩০ বছর বয়স অথবা ২৫ বছর বয়েস হলে কত টাকা অবসরের পর হাতে পাবেন আপনি৷

এই এনপিএস আপাতত পেনশন ফাণ্ড রেগুলেটরি ডেভেলপমেন্ট অথরিটির মাধ্যমে নিয়ন্ত্রিত হয়৷ তবে সরকার এখন চাইছে পিএফআরডিএ থেকে এনপিএসকে আলাদা করতে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.