দু’দিনের ভারত সফরে এসে গাঁধীজির প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মর্কেল। এদিন রাজঘাটে গাঁধীজির সমাধিস্থলে শ্রদ্ধা জানাতে যান তিনি। প্রথম দিন মর্কেলকে স্বাগত জানাতে রাষ্ট্রপতি ভবনে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুই নেতার মধ্যে কিছুক্ষণ আলাপচারিতাও হয়। এরপর আজ সকালে রাজঘাট থেকে যাওয়ার পথে দিল্লিতে হায়দ্রাবাদ হাউসে ফের মোদীর সঙ্গে কথা হয় মর্কেলের।
এদিন গভীর রাতে মর্কেলের সঙ্গে দিল্লি আসেন জার্মানের একটি প্রতিনিধি দলও। বিদেশমন্ত্রক সূত্রে খবর, জার্মানের সঙ্গে প্রায় ২০টি বিষয়ে সমঝোতা করতে চলেছে দিল্লি। সেই বিষয়েই দুই নেতার মধ্যে আলোচনা হয়। এই বিষয়ে বিদেশমন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার বলেন, প্রধানমন্ত্রী মোদী ও জার্মানির চ্যান্সেলর মর্কেলের মধ্যে এক বছরে পাঁচ বার আলোচনা হল। আইজিসি অনুসারে দুই দেশ কৃষি, পরিবহন,উন্নয়নে একসঙ্গে কাজ করবে। একইসঙ্গে শনিবার জার্মানি প্রতিনিধিদের দলের সঙ্গে ব্যবসায়িক বিষয় নিয়েও আলোচনা হবে নয়াদিল্লির।
এছাড়া হরিয়ানার গুরগাঁও-এর মানেসরে অটোমোবাইল কম্পনেন্টস প্রাইভেট লিমিটেডের কাজকর্ম দেখতে যাবেন মর্কেল। জার্মানি ফিরে যাওয়ার আগে দিল্লির দ্বারকা সেক্টর-২১ মেট্রো স্টেশনে যাবেন চ্যান্সেলর মর্কেল।