ভারতে গ্রীন আর্বান মোবিলিটি প্রকল্পের জন্য ১ বিনিয়ন ইউরো (১.২১ বিলিয়ন ডলার ) খরচ করা হবে বলে শনিবার ঘোষণা করেন জার্মানির চান্সেলর অ্যাঞ্জেলা মেরকেল। যা ইন্দো-জামার্ন পার্টনারশিপের ফলে উদ্ভূত হয়েছে। এই অর্থ খরচ করা হবে আগামী পাঁচ বছরে বলে অ্যাঞ্জেলা দিল্লিতে শিল্পমহলের এক অনুষ্ঠানে একথা জানিয়েছেন৷

এই অর্থ ব্যবহার করা হবে পরিবেশ বান্ধব বেশ কিছু প্রকল্পে ৷ যেমন রাষ্ট্রীয় পরিবহণ ক্ষেত্রে ডিজেল চালিত বাসের বদলে বৈদ্যুতিক বাস চালু করার।

অ্যাঞ্জেলার সাম্প্রতিক ভ্রমণকালে ইন্দো-জার্মান সহযোগিতার প্রেক্ষাপটে এই পরিবেশ বান্ধব প্রকল্পগুলির বিষয়ে নজর দেওয়া হয়৷ এদিকে দিল্লিতে এত বেশি দূষণ যে মঙ্গলবার পর্যন্ত চারদিন ছুটি ঘোষণা করা হয়েছে৷

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জার্মানির চান্সেলর অ্যাঞ্জেলা মেরকেলের শুক্রবারের বৈঠকের পর দুই দেশের পক্ষ থেকে যৌথ বিবৃতিতে জানান হয়েছে,দুই দেশই একমত যে কম কার্বনের নির্গমন হয় এমন মোবিলিটি সলিউশনের মাধ্যমে নাগরিকদের পরিষেবা দেওয়াই একটা বড় চ্যালেঞ্জ৷ এই জন্য পরিকাঠামোগত দিক থেক সহায়তা করতে এক বিলিয়ন ইউরো সাহায্য করা হবে৷ যা জাতীয় রাজ্য এবং স্থানীয় প্রতিষ্ঠানের মাধ্যমে তৈরি নকশা এবং প্রয়োগের মাধ্যমে করা হবে৷ প্রসঙ্গত, জার্মানির চান্সেলর অ্যাঞ্জেলা মেরকেল বৃহস্পতিবার নয়াদিল্লি এসেছেন এবং শনিবার তাঁর এবারের ভ্রমণ শেষ হয়৷

অ্যাঞ্জেলার সাম্প্রতিক ভ্রমণকালে ইন্দো-জার্মান সহযোগিতার প্রেক্ষাপটে এই পরিবেশ বান্ধব প্রকল্পগুলির বিষয়ে নজর দেওয়া হয়৷ এদিকে দিল্লিতে এত বেশি দূষণ যে মঙ্গলবার পর্যন্ত চারদিন ছুটি ঘোষণা করা হয়েছে৷

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জার্মানির চান্সেলর অ্যাঞ্জেলা মেরকেলের শুক্রবারের বৈঠকের পর দুই দেশের পক্ষ থেকে যৌথ বিবৃতিতে জানান হয়েছে,দুই দেশই একমত যে কম কার্বনের নির্গমন হয় এমন মোবিলিটি সলিউশনের মাধ্যমে নাগরিকদের পরিষেবা দেওয়াই একটা বড় চ্যালেঞ্জ৷ এই জন্য পরিকাঠামোগত দিক থেক সহায়তা করতে এক বিলিয়ন ইউরো সাহায্য করা হবে৷ যা জাতীয় রাজ্য এবং স্থানীয় প্রতিষ্ঠানের মাধ্যমে তৈরি নকশা এবং প্রয়োগের মাধ্যমে করা হবে৷ প্রসঙ্গত, জার্মানির চান্সেলর অ্যাঞ্জেলা মেরকেল বৃহস্পতিবার নয়াদিল্লি এসেছেন এবং শনিবার তাঁর এবারের ভ্রমণ শেষ হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.