ভোডাফোন ও এয়ারটেলের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় সোচ্চার হল জিও

সম্প্রতি একের পর এক ট্যুইটে এয়ারটেল ও ভোডাফোনকে এক হাত নিয়েছে মুকেশ আম্বানির কোম্পানি। সেখানে জানানো হয়েছে ট্রাই এর নিয়ম অনুসারে অন্য মোবাইল নেটওয়ার্কে ফোন করলে প্রতি মিনিটে ৬ পয়সা ইন্টারকানেক্ট ইউসেজ চার্জ দিতে হয়। এই টাকা যে নেটওয়ার্কে কল যাচ্ছে সেই নেটওয়ার্ক কোম্পানিকে দিতে হয়।

একের পর এক ট্যুইটে আইডিয়া, ভোডাফোন ও এয়ারটেলকে একহাত নিয়েছে জিও। সম্প্রতি আউটগোইং কল করতে অতিরিক্ত খরচ হওয়ার কারণেই গ্রাহকরা সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগড়ে দিয়েছেন। গ্রাহকের মন ফিরে পেতে এই পদক্ষেপ বলে মনে করছেন অনেকে।

সম্প্রতি ইন্টারকানেক্ট ইউসেজ চার্জের ঘোষণা করেছিল ট্রাই। নতুন নিয়মে জিও নেটওয়ার্ক থেকে অন্য যে কোন নেটওয়ার্কে ফোন করতে এবার প্রতি মিনিটে ৬ পয়সা খরচ হবে। টেলিকম অথরিটি অফ ইন্ডিয়ার ইন্টারকানেক্ট ইউসেজ চার্জের জন্য জিও গ্রাহকদের ফোন করতে অতিরিক্ত দাম দিতে হবে।

অর্থাৎ আপনি যদি জিও নম্বর ব্যবহার করে আউটগোইং কল করেন এবার থেকে ভোডাফোন, আইডিয়া, এয়ারটেল নম্বরে ফোন করতে নিজের প্ল্যানের উপরে প্রতি মিনিটে ৬ পয়সা খরচ করতে হবে। যদিও জিও নেটওয়ার্কে কল করতে অতিরিক্ত খরচ করতে হবে না। এছাড়াও বিনামূল্যে ল্যান্ডলাইন ও ইনকামিং কল করা যাবে।

প্রতি সেকেন্ডে ৬ পয়সা দামের জন্য জিও চারটি নতুন প্ল্যান নিয়ে এসেছে। ১০ টাকা থেকে ১০০ টাকা পর্যন্ত চারটি নতুন টপ-আপ প্ল্যান লঞ্চ হয়েছে। এক নজরে দেখে নিন কোন প্ল্যানে কী সুবিধা পাওয়া যাবে?

১০ টাকা প্ল্যানে ১২৪ মিনিট আইইউসি মিনিট আর ১ জিবি ডেটা পাওয়া যাবে। ২০ টাকা প্ল্যানে ২৪৯ মিনিট আইইউসি মিনিট আর ২ জিবি ডেটা পাওয়া যাবে। ৫০ টাকা প্ল্যানে ৬৫৬ মিনিট আইইউসি মিনিট আর ৫ জিবি ডেটা পাওয়া যাবে। ১০০ টাকা প্ল্যানে ১,৩৬২ মিনিট আইইউসি মিনিট আর ১০ জিবি ডেটা পাওয়া যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.