জিডিপি বৃদ্ধি পেয়েছে 20% এপ্রিল-জুন ত্রৈমাসিকে। এই বৃদ্ধির হার গত বছরের এই সময়ের পরিপ্রেক্ষিতে।
কাজেই একথা বলা হবে বা হচ্ছে যে এ বৃদ্ধি এমন বলার মত কিছু নয়। কারণ গত ত্রৈমাসিক এ যেহেতু বৃদ্ধির হার ঋণাত্মক ছিল , তাই সে হিসেবে এমন কিছু খবর এটা নয়।
অর্থাৎ কোনো রোগীর শারীরিক অবস্থার অবনতি ঘটার পরে যদি দ্রুত স্বাভাবিক অবস্থার দিকে ফিরে আসার প্রক্রিয়া শুরু হয়, যদি প্রবলভাবে উত্তরন ঘটতে থাকে রোগীর অবস্থার, তাহলেও আমরা আশাবাদী না হয়ে ছিদ্রান্বেষী হয়েই চালিয়ে যাব ? অতিমারীর অস্বাভাবিক দাপটে বিপর্যস্ত জাতীয় জীবন যদি স্বাভাবিকের দিকে যাত্রা শুরুর ইঙ্গিত বহন করে, যখন উন্নত দেশ বলে যাদের আমরা চিনি তারাও অর্থনীতি তথা জীবনের ধাক্কা সামলে উঠে দাঁড়ানোর চেষ্টা করছে, তখন দেশের এই বৃদ্ধির হারকে শুধু এক ঋণাত্মক বৃদ্ধির পরিপ্রেক্ষিতে বৃদ্ধির হার হিসেবেই ধরব না দৃঢ় ,স্বাভাবিক জীবনের দিকে এগিয়ে চলার যাত্রা ধরব, সে বিচার আমাদের সচেতন দেশবাসীকেই করতে হবে।