ভারতীয় রাজনীতিতে ফের উঠে এল গাজওয়া-ই-হিন্দ। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের ডিবেটে অংশ নিয়ে মুসলিমদের কাজকর্ম সম্পর্কে হিন্দুদের সাবধান করে দেন ইসলামিক স্কলার রিজওয়ান আহমেদ। তিনি বলেন, ‘গাজওয়া-এ-হিন্দের ৫০ শতাংশ কাজ হয়ে গেছে। এবার ডায়রেক্ট জিহাদে নামবে মুসলিমরা’। তাঁর এই মন্তব্য ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।
দিদিন আগেই বিহারের পাটনা থেকে গ্রেফতার করা হয়েছে ২ জঙ্গিকে। তারা পিএফআই-এর সঙ্গে যুক্ত। তাদের ডেরা থেকে উদ্ধার হওয়া নথিপত্র দেখে চোখ কপালে উঠেছে পুলিশ-প্রশাসনের। সেখানে বলা হয়েছে, ২০৪৭ সালের মধ্যেই ভারতকে ইসলামিক রাষ্ট্র বানানো হবে। ২০২৩ সালে ‘ডায়রেক্ট জিহাদের’ ডাকও দেওয়া হয়েছে।
এই প্রসঙ্গে রিজওয়ান বলেন, ‘গাজওয়া – এ – হিন্দ’ -এর কাজ ইতিমধ্যেই ৫০ শতাংশ হয়ে গেছে। আফগানিস্তান থেকে ইন্দোনেশিয়া পর্যন্ত, এর মধ্যে যদি আমরা শ্রীলঙ্কা এবং নেপালকে বাদ দিই, তাহলে এই জায়গার আয়তন প্রায় ৭০ লক্ষ বর্গ কিলোমিটার। এই পুরো ভূখণ্ডের মধ্যে ভারত ছাড়া বাকি রাষ্ট্রে ইতিমধ্যেই মুসলিম আধিপত্য প্রতিষ্ঠা হয়েছে। ভারতের আয়তন ৩৩ লক্ষ বর্গকিলোমিটার। অঙ্কেরর হিসেবে ৫০ শতাংশ গজওয়া – এ – হিন্দের পরিকল্পনা সম্পুর্ণ হয়েছে’।
রিজওয়ান আরও বলেন, ‘গত এক হাজার বছর ধরেই গজব – এ – হিন্দের উপর কাজ হচ্ছে। আগামী সময়ে লড়াইটা রাজনৈতিক স্তরে যাবে।’ ভারতের মুসলিম ডেমোগ্রাফি নিয়ে রিজওয়ান আহমেদ বলেন, ‘২০৫০ সালের মধ্যে ভারতে মুসলিম জনসংখ্যা প্রায় ২৫ শতাংশ হবে। তবে এই ২৫ শতাংশ জনসংখ্যা নিয়েই ভারতের বেশ কয়েকটি রাজ্যে মুসলিম মুখ্যমন্ত্রী থাকবেন। যখন এই ২৫ শতাংশ জনসংখ্যা বেড়ে ২৯ শতাংশ হবে তখন ভারতের প্রধানমন্ত্রী হবেন একজন মুসলিম। এটাও গজওয়া – এ – হিন্দেরই কর্মসূচি’।